এপ্রিল ফুল "কি এবং কেন ??? আসুন জেনে নিই।

ফুল(fool) ইংরেজি শব্দ, যার অর্থ বোকা। এপ্রিল ফুলের অর্থ এপ্রিলের বোকা। এপ্রিল ফুল মুসলমানদের ইতিহাসে বর্বরোচিত ও ঘৃণ্য ঘটনা। রানি ইসাবেলাও রাজা ফার্ডিন্যান্ডের নেতৃত্বে এক বিশাল বাহিনী নিয়ে চতুর দিক থেকে ঘেরাও করে অত্যাচারের স্টীমরোলার চালায় স্পেনের মুসলমানদের উপর। দিশেহারা হয়ে যখন মুসলমানদের অবস্থা প্রকট ধারণ করে,তখন রাজা-রানী ঘোষণা দেয়,মুসলমানেরা অস্ত্র সর্মপক পূর্বক মসজিদ সমূহে আশ্রয় নিলে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে,যারা জাহাজে আশ্রয় নিবে, তাদেরকে অন্যান্য মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হবে।খৃস্টানদের প্রতারণা বুঝতে না পেরে সরলমনা মুসলমানেরা মসজিদে এবং জাহাজে আশ্রয় নেয়।তখন জালিম প্রতারক রাজা-রানীর নির্দেশে খৃষ্টান সৈন্যদল মসজিদ সমূহ তালাবন্ধ করে ভিতরে ও বাইরে আগুন লাগিয়ে সেখানে আশ্রয় নেওয়া ৩০ লক্ষ মুসলিমকে পুড়িয়ে নির্মমভাবে শহীদ করে এবং জাহাজ গুলোতে আশ্রিতদের সাগরের মাঝে ডুবিয়ে মারে,অসহায় নারী পুরুষ আর শিশুদের আত্নচিৎকার ঐদিন আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিল। মুসলমানদের দুর্দশা দেখে জালিম,নরপিশাচ, প্রতারক রাজা রানী আনন্দ উল্লাসে মেতে উঠে বলে"Oh Muslim! how fool you are, হায় মুসলমান! তোমরা কত বোকা।সেদিন টি ছিল ১৪৯২ সালের ১ লা এপ্রিল। সেই থেকে মুসলমানদেরকে উপহাস করার জন্য খৃস্টানরা প্রতিবছর ১ লা এপ্রিলকে জাঁকজমক ভাবে এপ্রিল ফুল হিসেবে পালন করে আসছে, কিন্তু আমরা মুসলমানেরা এ সম্পর্কে না জেনে এপ্রিল ফুল পালন করি,যা খুব বেশি দুঃখজনক।।।

আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান কর,শহীদের কবুল করে নাও। (সংগৃহিত)

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center