বেলা অবেলায়,,,,,

বেলা অবেলায়,,,

পড়ন্ত বিকেলে এ মন খুঁজে তোমায়
চলে এসো বন্ধু এই নিরালায়,
আজ মন বেঁধেছি তোমারই তরে
জলদি এসো প্রিয় এই অবেলায়।

জলের ঢেউয়ে মন ভেসে ছলছল
নিরবে ডাকি তোমায় আমি বারবার,
আজ জলের সাথে মন সঁপেছি
বলো না বন্ধু আমি কে তোমার ?

আমি ভাসিয়েছি মন সোনার তরীতে
পাবো কি বন্ধু তোমার দেখা ?
শ্রাবনের দিনে অলীক স্বপ্ন দেখে
মানিনা প্রেমের কোন সীমারেখা।

যদি মন কাঁদে বন্ধু চলে আসো নিরবে
মনে মনে বুনেছি স্বপ্নের নীড়,
অজানা আশংকায় মন দুলে বারবার
হাজারো কল্পনা মনে করে ভীড়।

জানি শুনবে না তুমি আমার এ প্রার্থনা
হয়তো কেটে গেছে মনেরও ছায়া,
সব স্মৃতি আজ জ্বলেপুড়ে মিসমার
তলানীতে পড়ে আছে এ কেমন মায়া।

যদি ডাক শুনে তুমি কাছে এসো গোপনে
ভালবেসে মুছে দিবো মনের জ্বালা,
তোমাকে আপন করে রাঙাবো এ মন
মনানন্দে চুকাবো পাঠ প্রেমের পাঠশালায়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center