ট্রাম্প-কিমের দুপুরের খাবারে যা যা থাকছে

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে বহুল প্রতিক্ষীত বৈঠক শুরু হয়েছে। সারা বিশ্ব অধীর আগ্রহে এ দুই নেতার বৈঠক পর্যবেক্ষণ করছে। বৈঠকের খুঁটিনাটি সব বিষয়ের ওপর চোখ রাখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ঐতিহাসিক এ বৈঠকের দিনে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দুপুরের খাবারে কী কী থাকছে, তা জানা গেছে। দুপুরের খাবারের মেন্যুর ছবি পোস্ট করেছেন হোয়াইট হাউজে কর্মরত বার্তা সংস্থা এপির সাংবাদিক জেক মিলার।

মেন্যু থেকে জানা যাচ্ছে, অ্যাভোকাডো সালাদের ও চিংড়ির ককটেল দিয়ে দুপুরের খাবার শুরু করবেন দুই দেশের কর্মকর্তারা। শুরুতে আরও থাকবে কাঁচা আমের তৈরি খাবার ‘কেরাবু’ ও অক্টোপাস। আরও থাকছে শশা, মাংস, মাশরুম ও ডিম দিয়ে তৈরি বিশেষ খাবার ‘ওইসেয়ন’।

মুল ডিশে থাকছে সেদ্ধ ব্রকলি, বিফ শর্ট রিব কনফিট ও দুধে সেদ্ধ আলু, রেড ওয়াইন সস, মিষ্টি ও টকযুক্ত ক্রিসপি শূকরের মাংস, জো চিলি সসসের সঙ্গে ইয়াংঝু ফ্রায়েড রাইস এবং এশিয়ান ভেজিটেবলস।

খাবারের শেষ ডেজার্ট আইটেম হিসেবে থাকছে ডার্ক চকলেট, ভ্যানিলা আইসক্রিম এবং ফরাসি খাবার ট্রপেজিনি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center