হিসাব রাখে না কেউ

দেশে প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে আহত-নিহত হচ্ছেন বহু মানুষ। মামলাও হচ্ছে। কিন্তু সারা দেশে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত মামলার সংখ্যা কত, বিচারাধীন রয়েছে কতগুলো, সাজা দেওয়া হয়েছে কতগুলোতে; তার সঠিক কোনো হিসাব নেই সরকারের সংশ্লিষ্ট কোনো দফতরে। আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট, এমনকি ঢাকা জজকোর্ট ও মহানগর আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা সড়ক দুর্ঘটনায় দায়ের হওয়া মামলার হিসাব দিতে পারেননি।

অবশ্য বছরে কী পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটছে, সে বিষয়ে তথ্য পাওয়া গেছে বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) কাছে। তাদের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে দুই হাজার ৬২৬টি। এতে পাঁচ হাজার তিনজন নিহত এবং ছয় হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

সংস্থাটি জানায়, ২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ঘটে দুই হাজার ৩১৬টি। এতে নিহত হন চার হাজার ১৪৪ জন। আর আহত হন পাঁচ হাজার ২২৫ জন। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনা ঘটে তিন হাজার ৩৪৯টি। এতে নিহত হন পাঁচ হাজার ৬৪৫ জন। আর আহত হন সাত হাজার ৯০৮ জন।

২০১৭ সালের সড়ক দুর্ঘটনার মধ্যে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার দুর্ঘটনা নয়শ ৬৩টি, পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক, (ইট-বালু-মাটি) বহনকারী যানবাহনের দুর্ঘটনা নয়শ ৪১টি, মোটরসাইকেলের দুর্ঘটনা সাতশ ২০টি, কাভার্ড ভ্যান ও এ ধরনের যানবাহনের দুর্ঘটনা ১০৭টি। আর নসিমন, করিমন, ভটভটি, অটোবাইক, সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, টেম্পু, আলমসাধু, মহেন্দ্র, ইঞ্জিনচালিত রিকশাসহ অবৈধ যানবাহনের দুর্ঘটনা ঘটেছে ছয়শ ১৮টি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center