জিদানের উত্তরসূরি খুঁজে পেল রিয়াল

নতুন কোচ নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব পেলেন স্পেনের বর্তমান কোচ জুলেন লোপেতেগুই। আগামী তিন মৌসুমের জন্য বেল-রোনালদোদের কোচের ভূমিকা পালন করবেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষই নিশ্চিত করেছে বিষয়টি। সেখানে বলা হয়েছে, ‘রাশিয়ায় শুরু হতে যাওয়া ২০১৮ বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করবেন জুলেন লোপেতেগুই। আগামী তিন মৌসুম রিয়াল মাদ্রিদের প্রথম দলের কোচের ভূমিকা পালন করবেন জুলেন লোপেতেগুই।’

২০১৬ সালে ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেনের দায়িত্ব গ্রহণ করেন লোপেতেগুই। তার আগে পোর্তোর কোচের ভূমিকা পালন করেছেন দুই বছর তিনি।

বয়স একান্নকেও ছাড়িয়ে যাওয়া লোপেতেগুই ২০০৩ সালে স্পেনের অনূর্ধ্ব ১৭ দলের সহকারী কোচ হিসেবে মিশন শুরু করেন। এরপর লা রোজাদের অনূর্ধ্ব -১৯, অনূর্ধ্ব-২০ এমনকি অনূর্ধ্ব ২১ পর্যায়েও কোচের ভূমিকা পালন করেন।

এবার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরা রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করবেন লোপেতেগুই। বিশ্ব ক্লাব ফুটবলে এখন রিয়ালের দাপট। এর পেছনে বড় ভূমিকা রেখেছেন জিনেদিন জিদান।

কিন্তু গত মাসে হঠাৎ করেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান ফরাসি ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। স্প্যানিশ জায়ান্টদের টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিয়ে গোটা ফুটবল দুনিয়াকে অবাক করেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার ঘোষণা দেন জিদান।new

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center