‘আমি হেঁটেই যেতে পারব’

‘আমি হেঁটেই যেতে পারব, হুইল চেয়ারের দরকার নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

৭ এপ্রিল, শনিবার রাজধানীর বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার সময় খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। অবশ্য প্রিয়.কমের পক্ষ থেকে খালেদা জিয়ার মন্তব্যের বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষ খালেদা জিয়ার জন্য আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। তিনি সেখানে বিশ্রাম নেওয়ার সময় মেডিকেল বোর্ডের ডাক্তাররা ছাড়াও তার পছন্দের চারজন ডাক্তার তার সঙ্গে দেখা করেন। এরপর তাকে সেখান থেকে পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়। তিনি গাড়ি থেকে নিজেই নেমেছেন, হেঁটে হেঁটে রেডিওলজি বিভাগে গিয়েছেন। আবার পায়ে হেঁটেই গাড়িতে উঠছেন। ওই সময় তাকে (খালেদা জিয়াকে) আমি বলেছিলাম আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। উত্তরে তিনি বলেন, আমি হেঁটেই যেতে পারব, হুইল চেয়ারের দরকার নেই।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে হারুন বলেন, ‘এটা পরীক্ষার ফলাফল পাবার পরে, সেই ফলাফল দেখে মেডিকেল বোর্ডের ডাক্তাররাই বলতে পারবেন। তবে আপাতদৃষ্টিতে দেখছি ভালো আছেন।’

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center