বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা

১৯৮৬ বিশ্বকাপের পর স্বপ্নের ট্রফিটাকে ছুঁয়ে দেখা হয়নি আর। মেসি-অ্যাগুয়েরো কিংবা ডি মারিয়া কিংবা হিগুয়েনদের সোনালী প্রজন্মও তা স্পর্শের খুব কাছাকাছি এসে ফিরে গেছেন বেদনাকে সঙ্গী করে। তারপরও হাল ছাড়তে নারাজ তারা। ক্যারিয়ারের গোধূলীবেলায় মেসি-হিগুয়েনরা স্বপ্ন দেখছেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতাতে। সেই লক্ষ্য নিয়েই যখন রাশিয়ায় উড়াল দিবেন হোর্হে সাম্পাওলি। ঠিক তখনই বড় ধরনের একটা ধাক্কা খেলো ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরীরা।

বিশ্বকাপ শুরুর মাত্র ছয় দিন আগে ইনজুরিতে পড়লেন ওয়েস্টহাম ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা ম্যানুয়েল লানজিনি। শুক্রবার আর্জেন্টিনা দলের অনুশীলনে ডান হাঁটুতে চোট পান তিনি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় রাশিয়া বিশ্বকাপ খেলা হচ্ছে না তার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি। বিবৃতিতে তারা জানান, ‘আজ সকালের (শুক্রবার) অনুশীলনে লানজিনির ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে।’

গত মাসেই ২৩ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে আর্জেন্টিনা। এরপর দলের সেরা গোলরক্ষক সার্জিও রোমেরোকে কেড়ে নেয় ইনজুরি। সেই দুঃখে আর্জেন্টাইন সমর্থকদের মনের মধ্যে এখনো ভয় কাজ করছে। সেই ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই এবার বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানিক আগে দল থেকে ছিটকে গেলেন লানজিনি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center