ছাত্রী-শিক্ষকের ‘ঘনিষ্ঠ’ ছবি ভাইরাল, লঙ্কাকাণ্ড

সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে এক ছাত্রী ও শিক্ষকের ‘ঘনিষ্ঠ’ ছবি প্রকাশের পর তা ভাইরাল হয়েছে। আর তা দেখেই অবরোধ ও তুমুল ভাঙচুর করেন অভিভাবকরা।

৫ জুলাই, বৃহস্পতিবার ভারতের কলকাতার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিউটাউনের পাথরঘাটা স্কুলের। অভিযুক্ত শিক্ষকের নাম অরিন্দমকুমার মণ্ডল। তিনি স্কুলের বিজ্ঞানের শিক্ষক। বৃহস্পতিবার অরিন্দমকুমারের সঙ্গে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর ঘনিষ্ঠ একটি ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। ছবিটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়।

পরে ওই শিক্ষককে উচিত শিক্ষা দিতেই কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলের সামনে হাজির হন অভিভাবকরা। একপর্যায়ে তারা স্কুলে ঢুকে শুরু করেন তুমুল ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ। অবরুদ্ধ করে রাখেন শিক্ষকদের।

অভিভাবকদের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় ছাত্রীরা ওই শিক্ষকের নামে অভিযোগ জানিয়েছিল।

অভিভাবকদের দাবি, ওই ছাত্রীর সঙ্গে রীতিমতো জোর করেই ঘনিষ্ঠ হয়েছেন ওই শিক্ষক।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center