বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু

১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০১৮। এশিয়ান ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের আসর সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড।


Image source
সোমবার মিরপুর বিসিবি একাডেমিতে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। এর আগে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বোর্ড। ঘোষিত দলে থাকা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ অনুশীলনের প্রথম দিন উপস্থিত হতে পারেননি।

সাকিব পবিত্র হজ পালন করে এখনো দেশে ফেরেননি আর মাহমুদুল্লাহ ব্যস্ত আছেন সিপিএল নিয়ে। সাকিব চলতি সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানা গেছে। মাহমুদুল্লাহর ফেরার কথা আছে আগামী সাত সেপ্টেম্বর।

এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করবে মোট ছয়টি দেশ। টেস্টখেলুড়ে পাঁচ এশিয়ান দেশের সাথে যুক্ত হবে আইসিসির সহযোগী সদস্য এক দল।

দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। যেখানে তাদের সাথে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আসরের প্রথম দিনে, ১৫ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২০ সেপ্টেম্বর।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center