নারী

এই সমাজে বিভিন্ন দিক থেকে নারীরা নিপীড়নের শিকার। আমার এই শিল্পকর্মটিতে আমি সমাজে নারীর প্রতি নিগ্রহ এবং তাদের জীবন সংগ্রামের দিকে আলোকপাত করেছি। আমরা যদি খেয়াল করি তবে দেখতে পাবো যে আমাদের সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়তই নারীর প্রতি সহিংসতা ঘটে। সামাজিক পরিমণ্ডলের বিবিধ ক্ষেত্রে তাদেরকে অসংখ্য বাঁধার সম্মুখিন হতে হয়। নারীর বিরুদ্ধে নানা রকম বৈষম্য ও নির্যাতন চলে। এতদসত্বেও আমাদের সামাজিক জীবনসংগ্রামে নারীদের ভূমিকা অগ্রগণ্য। তাদেরকে টিকে থাকতে হয় সংগ্রামের মাধ্যমে সমাজের বহু রাঙাচোখকে উপেক্ষা করে। নিজের সর্বোচ্চটি ঢেলে দেবার পরেও সমাজে নারীর অবস্থান সর্বত্র এক নয়। সমাজে বিদ্যমান শ্রেণিবৈষম্য নারীর আর্থসামাজিক অবস্থাকে রূঢ়ভাবে চিহ্নিত করে, অথচ নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। নারীর চারপাশের নেতিবাচক যা কিছু আছে সবকিছু যখন তাকে ঘিরে ধরে তখন সে ফুলের মত শুভ্রতা ছড়ায়। বেঁচে থাকার সংগ্রামে রৌদ্রের মত জ্বলে উঠে দূর্বার গতিতে এগিয়ে চলে সে। সুযোগ পেলেই তারা পাখির মত ডানা মেলে সাফল্যের দিগন্তে। চারিপাশের বিপদসংকুল পরিবেশে তরতরিয়ে এগিয়ে চলে তাঁর লক্ষ্যের দিকে। প্রাত্যহিক জীবনে নারীদের এ নিরন্তর সংগ্রাম আমাদের মাঝে নতুন এক বোধের জন্ম দেয়।

মাধ্যমঃ মেটাল
সাইজঃ ১৮ x ১২ ইঞ্চি

0.jpg

এই কাজটি ৩য় বর্ষে করেছিলাম। ফোক মোটিফ নিয়ে কাজ করতে বলা হয়েছিলো।

মেটাল শিটের উপরে উঁচু নিচু অবতল তৈরি করে আলোছায়া সৃষ্টির মাধ্যমে মেটাল রিলিফ করা হয়। মেটাল রিলিফ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক হয়ে থাকে। আমার এই কাজটি দ্বিমাত্রিক। মেটাল রিলিফের জন্য একটি কাগজে খসড়া করে নিতে হয়। যেই সাইজের খসড়া সেই সাইজ অনুযায়ী মেটাল শিট কেটে নিতে হয়।খসড়াটি মেটাল শিটের উপরে রেখে ছোট ছোট টুলস দ্বারা একটি হাতুড়ির সাহায্যে ড্রয়িং অনুযায়ী মেটাল শিটের উপরে তুলতে হয়। মেটাল শিটটি নিয়ে আগুনে উত্তপ্ত করে ঠাণ্ডা করার পরে নরম মাটির উপরে রেখে ধারহীন কাঠের টুলসের সাহায্যে চাপ প্রয়োগের কারনে দ্বিমাত্রিক আঁকার ধারন করে। এরপরে খসড়া অনুযায়ী যেখানে কালো রঙ হবে সেখানে নাইট্রিক এসিডের মিশ্রণ দিয়ে পুড়িয়ে কালো করা হয়েছে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now