দিন মজুর

একজন রিকশা চালক প্রত্যেকদিন রিকচা চালিয়ে অনেক কষ্টের পরে সে কিছু রোজগার করে। তার ১টাকা রোজগার করতে ১ফোটা রক্ত খরচ হয়। কিন্তু আমরা রিকশা উঠার সময় ওদের সাথে ভাড়া নিয়ে ঝামেলা করি। কিন্তু এইগুলো করা ঠিক নয়। কায়িক পরিশ্রমের টাকা কম দিতে হয় না। আমাদের উচিদ তাদের নায্য টাকা দেওয়া। তাদের শরিরের ঘাম ঝরিয়ে রিকশা চালাই। আর তারা যা রোজগার করে তাদের পরিবারের চাহিদা ঠিক মতো পুরন করতে পারে না। অনেক কষ্টের সাথে দিন যাপন করে। অনেকে আছে রিকশা চালকদের সাথে কঠিন মাত্রাই দূর ব্যবহার করে।কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা একদম ঠিক নয়। মনে রাখবেন তারাও মানুষ

IMG20180824082239.jpg
মানুষ মানুষকে সম্মান দিতে শিখুন। কোন কাজকে ছোট করে দেখবেন না। কাজ কাজই। কাজকে যে অবহেলা করে সে জিবনে বড় কিছু করতে পারবে না।

IMG20180824082213.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center