বৃষ্টির দিনে

আকাশে মেঘ , সূর্যের আলো নেই , সবাই আজ ঘরে বসে দিন কাঁটাই । আমিও আজ ঘরে বসে আছি । বৃষ্টির দিনে মানুষের তেমন কাজ থাকে না। যারা চাকরিজীবী তারা আজ অফিসে গেলেও কাজ কম । কিন্তু অন্য পেশার মানুষের অনেকের আজ কোন কাজ নেই । যারা ছাত্র ছাত্রী , তারা আজ ভীষণ অনন্দে দিন কাটাচ্ছে । কারণ তাঁরা আজ ক্লাসে যাবে না ঘরে বসে টিভি দেখবে না হলে ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিবে।

ছাত্র জিবনে ক্লাস না থাকাটা খুব আনন্দের । ক্লাস করতে সবাই ক্লান্ত । তাইতো তারা আজ খুব খুশি ।এই গরমের দিনে মাঝে মাঝে বৃষ্টি আমাদের স্বস্তি এনে দেয়। যদিও কিছু কাজ পিছিয়ে যেতে পারে । কিন্তু মানুষ একটি সুন্দর দিন উপভোগ করতে পারে । একটি উপযুক্ত দিনে তাঁর পরিবারের মানুষের সাথে কাটাতে পারে । প্রিয় মানুষ গুলো র সাথে কিছু সময় না কাটালেই নয় ।

image source : https://www.artmajeur.com/en/atelierdima/artworks/9507385/happy-rainy-day

মাঝে মাঝে রিমঝিম বৃষ্টি আশীর্বাদ স্বরূপ । যা আমাদের মনে কিছু রোমান্টিকতা এনে দেয় । ঠাণ্ডা মনমুগ্ধকর আবহাওয়া মানুষের মনে ভালবাসার সৃষ্টি করে । কবিদের কবিত্বকে আরও বাড়িয়ে দেয়। তাদের লেখনী শক্তি যেন আরও ফুটে উঠে ।সবই যেন বৃষ্টি দিনের জন্য ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center