তাকদীরের বিষয়টি সম্পর্কে আপনি কি কনফিউশানে ভুগছেন??

আপনি প্রায়ই কিছু মানুষ দেখবেন যারা তাকদীরকে দায় দিয়ে নিজে নির্দোষ থাকার চেষ্টা করে। আবার কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করেন।

discussion2.jpg
source

যেমন অনেকে বলে থাকেন যে আমি এস এস সি পরীক্ষায় এ গ্রেড পাওয়ার ছাত্র বা ছাত্রী ছিলাম। কিনতু আমি পরীক্ষার আগে খুব চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টার কারণেই আমি পরীক্ষায় এ প্লাস পাই। তার মানে এটা আমার চেষ্টার কারনে হয়েছে। মূলত এখানে তাকদীর কাজ করেনি। এভাবে বলে অনেকে তাকদীরের বিষয়টি অস্বীকার করেন। তিনি মনে করেন তার চেষ্টার কারণে তাকদীর পরিবর্তন হয়ে গেছে।

মূলত বিষয়টা এরকম নয় যে তাকদীরে লেখা ছিল আপনি এ গ্রেড পাবেন। কিনতু আপনার চেষ্টার কারণে আপনি এ প্লাস পেয়ে গেলেন। বরং তাকদীর টা এরকম লেখা যে আপনি একজন এ গ্রেড পাওয়ার ছাত্র। কিনতু একটা সময় মনে হলো আপনি আরওে ভাল করার যোগ্যতা রাখেন এবং সে জন্য আপনি কঠোর পরিশ্রম করতে লাগলেন। এবং পরিশ্রম করার কারণে আপনি এ প্লাস পেয়ে গেলেন।

তার মানে এখানে পুরো বিষয়টা তাকদীরে লিপিবদ্ধ রয়েছে। আপনি যে চেষ্টা করবেন এবং সেই চেষ্টার কারণে পরিবর্তনের টোটাল বিষয়টাই তাকদীরে লিপিবদ্ধ করা আছে। আশা করি বুঝতে পেরেছেন।

steem.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now