জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ "সময় "।

জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ "সময় "।

pexels-photo-46024.jpg
যে সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করেছে, সময়ই তাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। ২৪ ঘন্টায় একটা দিন সবার জন্যই। শুধু সে সময়টাকে কে কীভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করবে ইতিহাসের কোন জায়গায় আপনি থাকবেন। আপনাকে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে না, বরং ভবিষ্যৎই আপনার জন্য অপেক্ষা করবে।
:
এখনই সময় সময়কে কাজে লাগানোর। মনে রাখবেন - আপনি যদি প্রশিক্ষনের মাঠে ঘাম না ঝড়ান, তবে আপনাকে যুদ্ধের ময়দানে রক্ত ঝড়াতে হবে।
পৃথিবীতে সবাই জিততে চায় না। আপনি হয়ত ভাবছেন সে হেরে গেছে। সে হয়ত তা ভাবছে না। ক্যামেরার ল্যান্সের মত দুজন হয়ত দু দিক থেকে দেখছেন। । অধ্যাপক জাফর ইকবাল প্রায় সময় একটা কথা বলেন , ইংরেজিতে W কে উল্টো করে ধরলেই সেটা M হয়ে যায়।

যুদ্ধে নিশ্চিত হেরে যাবার আগ মুহূর্তে নিরস্ত্র একজন যোদ্ধার কাছে দুটা পথ খোলা থাকে। হয় সে আত্মসমর্পণ করবে আর না হয় মৃত্যুর জন্য অপেক্ষা ।

দুটোই তো মৃত্যু তবু একটা পার্থক্য কিন্তু আছে। প্রথমটাতে সে নিজেকে তুলে দিল শত্রুর হাতে, আর দ্বিতীয়টিতে - খোদার হাতে।

অর্থাৎ হেরে গিয়েও শত্রুর কাছে সে নিজেকে হারতে দেয়নি।

আপনার কাছে যেটা সত্য, অন্য কারো কাছে সেটা মিথ্যে। আপনি হয়ত ভাবছেন, না পাওয়ার এই হিসেবে সে সুখী না। সে হয়ত এরকমটা ভাবছে না।

জীবনানন্দ দাশের একটা কবিতার কথা মনে পড়ল...

''আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না ''

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center