This content got low rating by people.

অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে পার্ট - ১

সাইদ (রাঃ) বলেন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "কেয়ামতের দিন প্রত্যেক চুক্তি ভঙ্গকারীর জন্য এক একটি নিশানা থাকবে। আর সে নিশানা তার গুহ্যদ্বারে লাগানো হবে।"
(মুসলিফ শরীফ)

240_F_105566354_vRly5hBziNDuW3jzBD6CqWb5rP0fbITN.jpg

Source

অন্য এক হাদিসে হাদীসে আছে রাসুলুল্লাহ (সাঃ) বলেন, "যার প্রতারণা যত বড় হবে তার নিশানাও হবে সে পরিমান বড়। সাবধান ! যে ব্যাক্তি মানুষের সেবক পদে অধিষ্ঠিত হয়, তার প্রতারণা ও হঠকারিতা থেকে বড় প্রতারণা আর কিছু নেই। কেননা সে প্রতারণা করলে সমস্ত জনসাধারণ ক্ষতিগ্রস্হ হয়। এই কারনে তার প্রতারণাই সর্বাপেক্ষা বড়।
(মেশকাত শরীফ)

এই হাদীসে আমাদের ব্যাক্তিগত সম্ম্পর্ক প্রতিষ্ঠানের সাথে হোক বা রাষ্ট্রের সাথে, অঙ্গীকার জনগনের সাথে হোক বা প্রতিষ্ঠানের সাথে, সবাই এর আওতায় আসবে । আজকে তো কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ যাওয়ার জন্য কত কিছু করে, বা করতেছে সুখের ভাগিদার হয় অনেকে, কিন্তু মুছিবতের বা আজাবের ভাগীদের হবে সে যে অপকর্ম করে বা করায়।

আমাদের দেশে যে ক্ষমতায় থাকে
তার মতের বিরুদ্ধ দলের জন্য কিছু করবে না ইল্লাহ মাশাআল্লাহ দুই একজন ছাড়া, নানাভাবে নাজেহাল করতে থাকবে এই হল আমাদের সেবার কালচার।

Please Follow, Upvote & Resteem for @mizan570

text.gif

steem.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now