বন্দি ঘরের আলো

চার দেয়ালে বন্দি থেকে মশাল জূলে কী, উদাসী মন রইছে ঘরে পাছে লাগাও ঘি। ধর্ম মানো কিতাব জানো মাননা নব সূর্য্য সকল কিছু কল্যাণীয় জাতি সমূহ তর্জি।
র ভণ্ড বাদি কটুচারিতা মুখে,
নেতার নাম উঁচু সিঁড়ির চুনকালি কে মাখে। ওমন জাতি মানিনা ভাই যে জাতিরই শংকা, দলিল ছাড়া ফতু বাজির মানিনা ভাই লংকা। ইসলাম কী বলেছে কান লাগিয়েছো কী ভাই, নবীর সনে টানাহ্যাঁচড়া কোথায় পেলা ঠাঁই।
হিন্দু বলো খ্রিস্টান মুসলমান জাতি,
নতুন দিকে দোর খুলিতে না করে মাতামাতি।
গৃহ কোনে বন্দি থেকে খুলছে মাথা রসে
আঁধার রাতে দেয়ালে ঘেষে ভেঙে পড়ল ধসে। যেই জাতিকে আলো দেখায় তাহার ছোট পিছ
মানুষ জাতি মুল্য বুঝে আসছে নাই খিচ। কথার চোটে মন্দ ছাড় বিন ধর্মে গালি, পর ধর্মে কাবা ভেঙেই হাতে মারছ তালি। নবী বলছে ধর্ম নিয়ে করোনা বাড়াবাড়ি,
বিদায় হজে ভাষণ খানি মানছ কোথা তারি।
জগতে জুড়ে মহামান্য আসে জ্ঞানি তবি, নব মাশাল নতুন দিনি খুঁজছে উষা দিবি।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now