জীবনকে ভালো ভাবে সাজাতে হলে দরকার সঠিক পরিকল্পনা

কথায় বলে লক্ষ্যহীন জীবন মাঝি বিহীন নৌকার মত । কাজেই জীবনে কিছু করতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে । আর সঠিক পরিকল্পনা ছাড়া কখনও গন্তব্যে পৌঁছান সম্ভব নয় ।লক্ষ্য নির্ধারণের পর আপনার কাজ হবে একটি পরিকল্পনা নির্ধারণ করা । পরিকল্পনায় সময় একটি বড় ফ্যাক্টর কাজেই পরিকল্পনার প্রতিটি ধাপে সময় নির্ধারণ করা জরুরি । এর পর উচিৎ হবে বিকল্প পথ সম্পর্কে জানা। যদি কোন ধাপে আপনি অতিক্রম করতে না পারেন সেক্ষেত্রে সকল সম্ভাব্য উপায়ে চেষ্টা করে যেতে হবে ।এ জন্য বিকল্প পথ গুলো জানা থাকতে হবে ।

image source : http://entrepreneurinsight.com.my/10-harsh-lessons-to-the-road-of-success/

পরিকল্পনার সুরুতে সম্ভাব্য সমেস্যা গুলো জানার চেষ্টা করতে হবে এবং সেই সমেস্যায় যাতে না পড়তে হয় সে জন্য সতর্ক থাকতে হবে । এক্ষেত্রে সফল ব্যক্তিদের পথ অনুসরণ করা যেতে পারে । তবেঁ নিজের অক্ষমতার কথা বিবেচনা করেই কেবল অন্যের পথ অনুসরণ করা যেতে পারে । কিন্তু নিজের সৃজনশীলতাকে কখনও খাটো করে দেখা চলবে না। শিবখেরা বলেছেন , ''বিজয়িরা ভিন্ন কোন কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে "। কাজেই আমাদের কাজে সৃজনশীলতা থাকতে হবে।

image source : https://yourstory.com/2017/06/hustle-way-to-success/

জীবনে যারা সফল হয়েছেন তারা ছিলেন কঠোর পরিশ্রমী। পরিশ্রম ছাড়া কোন কাজে সফল হওয়া যায় না। আসলে পরিশ্রমই সফলতার চাবিকাটি। টমাস আলভা এডিসন ছিলেন একজন মহামানব । তিনি এতো যন্ত্র আবিষ্কার করেছেন যে তাকে যন্ত্র মানব বলা হয়। তিনি বাল্ব আবিস্কারের সময় ১০০০ বার ব্যর্থ হওয়ার পর সফল হন । কাজেই চেষ্টার মাঝেই লুকিয়ে আছে সফলতা। এভাবে দেখা যায় যে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম ছাড়া সফলতা আশা করা যায় না । সঠিক পরিকল্পনা গ্রহন করে কাজ করলে সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ।।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center