আমাদের বাতাবিলেবু গাছে অনেক লেবু ধরেছে

পৃথিবীতে সব থেকে বড়ো এই বাতাবিলেবু।  অনেক জাইগাই এর নাম জাম্বুরা নামেও পরিচিত। এই লেবু অত্যান্ত সুস্বাদু এবং পুষ্টিকর। কাঁচা লেবুর বাইরের দিকে সবুজ এবং পাকলে হালকা লাল দেখাই।

এই লেবুর বাকলের নিচে ফোম মতো পুরুত্ব একটু বেশি।

এই লেবু পাকলে বিলিন্ডার মেশিন দিয়ে জুস তৈরি করা যাই। এবং এই লেবু খাইতেও খুব মজাদার।

এই লেবুর ওজন সাধারণত ১/২ কেজি হয়ে থাকে।

এই লেবু নরম হওয়াই গ্রামে এটাদিয়া ফুটবল ও খেলা যাই।

গুণাগুনঃ

এই লেবুতে অধিক মাত্রাই ভিটামিন সি পাওয়া যাই।এবং প্রোটিন, স্নেহ,শর্করা,থায়ামিন,খনিজ,লবন,রিবোফ্লেভিন,নিয়াসিন,ভিটামিন বি২,  ভিটামিন সি, ক্যারোটিন সোডিয়াম, ইত্যাদি এই জাম্বুরাতে পাওয়া যাই।

রোগ প্রতিরোধঃ

এই বাতাবিলেবু দ্বারা সর্দি জ্বর, কাশি, ঠান্ডা ইত্যাদি এই ফল খাইলে ভাল হওয়া সম্ভব।

এবল এই ফলে প্রচুর পরিমান ভিটামিন সি থাকে এজন্য ত্বক অনেক ভালো থাকে। এবং হজম শক্তি ভালো থাকে। পেটের নানা রকম সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।  এই লেবু ক্যান্সারের আক্রমন থেকে রক্ষা করে।এই লেবু দ্বারা জ্বর, ঘা, মুখের ভিতর ঘা ইত্যাদি হতে রক্ষা করে


আমার পোস্ট যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার পোস্টি কেউ কপি করে লিখবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center