ভাষা

ভাষা মানুষের অনুভূতি প্রকাশের একটি মাধ্যম । এর মাধ্যমে সে তার অনুভূতি আরেক জনের নিকট প্রকাশ করতে পারে। যখন মানুষ মুখে কথা বলা সেখেনি তখন তারা পরস্পর আকার ইঙ্গিতের মাধ্যমে কথা বলত। এটাও এক ধরণের ভাষা ছিল । পৃথিবীতে হাজার হাজার ভাষা রয়েছে । পৃথিবীর অনেক দেশে আলাদা আলাদা ভাষা রয়েছে , এমনকি একই দেশে বহু রকমের ভাষার প্রচলন রয়েছে। ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা । এই ভাষায় বিশ্বের যে কোন দেশে কথা বলা যায়। সেদিক দিয়ে এই ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে । জাতিসংঘে ৬ টি অফিসিয়াল ভাষা রয়েছে । সেগুলো হল ইংরেজি , আরবি , স্প্যানিশ , রুশ, ফরাসী ও চিনা।

image source : http://www.mzamin.com/details-archive2016.php?mzamin=81218

আমাদেরও একটি ভাষা রয়েছে । সেটি হল বাংলা ভাষা । পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এই রকম খুবই বিরল । আমাদের এই বাংলা ভাষার জন্য সালাম , বরকত, রফিক,জব্বার সহ অনেকে জিবন দিয়েছে । যার ফলে আমরা বাংলাকে আমাদের মাতৃ ভাষা হিসাবে পেয়েছি। তাদের সেই ত্যাগের জন্য বাংলাকে আন্তর্জাতিক মাতৃ ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে UNISCO .সারা বিশ্বে ২১ শে ফেব্রয়ারিতে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালন করা হয় ।

image source :http://www.orthobazar.com/11/02/2018/11/07/39/1053/

যারা আমাদের এই মুখের ভাষাকে সারা বিশ্বে তুলে ধরেছেন তারা আজ আমাদের জাতীয় বীর । তারা স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের মানুষের কাছে তাদের অবদানের জন্য। সেদিন যদি বাংলার জনতা তাদের ভাষার জন্য জীবন না দিত হয়ত পাকিস্তানের চাপিয়ে দেওয়া ভাষায় হত আমাদের ভাষা । কিন্তু বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ সেই আন্দোলন আজ আমাদের মুখের ভাষা কেও কেড়ে নিতে পারেনি । ভালবাসি তাদের , যারা এনে দিলেন আমাদের এই সুন্দর বাংলা ভাষা। তাদের স্মরণে প্রতিবছর আমরা শহীদমিনারে ফুল দেয় ২১ শে ফেব্রুয়ারিতে । গভীর ভাবে শ্রদ্ধা করে তাদেরকে সকল জাতি ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center