দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ২

## জামা-কাপড় পরিধান করার সুন্নাতসমূহ

n.jpg
Image From

কাপড় পরিধান করার সময় ‘বিসমিল্লাহ’ বলার পর এই দোয়া পড়বেঃ

naton-kapor-inner-2-20170917151503.jpg
Image From

اَلْحَمْدُ لِلّهِ الَّذِىْ كَسَانِىْ هذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّىْ وَلَا قُوَّةٍ

আল্‌হামদু লিল্লা-হিল্লাযী কাসানী হা-যা (আসসাওবা) ওয়া রাযাকানীহি মিন্ গইরি হাওলিম মিন্নী ওয়ালা কুও্ওয়াহ
(অর্থ: সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এ (কাপড়) পরিধান করিয়েছেন এবং আমার কোনো শক্তি ও ক্ষমতা ছাড়াই আমাকে দান করেছেন।)

হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থকারদের সবাই সংকলন করেছেন।
___ আবূ দাউদ, নং ৪০২৩; তিরমিযী, নং ৩৪৫৮; ইবন মাজাহ্‌, নং ৩২৮৫ আর শাইখ আলবানী একে হাসান বলেছেন। দেখুন, ইরওয়াউল গালীল, ৭/৪৭

নতুন পোশাক পরিধান করার সময় ’বিসমিল্লাহ’ বলার পর এ দুআ পড়বেঃ
اَلْحَمْدُ لِلّهِ الَّذَيْ كَسَانِيْ مَا اُوَارِيْ بَه عَوْرَتِيْ وَ اَتَجَمَّلُ بَه فِيْ حَيَاتِيْ

উচ্চারণঃ আল-হামদু লিল্লা হিল্লাযী কাসানী মা উওয়ারী বিহি আওরাতী ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতী।

অথবা
naton-kapor-inner-1-20170917151443.jpg
Image From

اَلّهُمَّ لَكَ الْحَمْدُ اَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِه وَخَيْرِ مَا صُنِعَ لَه وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّه وَشَرِّ مَا صُنِعَ لَه

‘আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ’ লাহু। ওয়া আঊ’জু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ’ লাহু।'

(অর্থ: হে আল্লাহ! তোমারই জন্য প্রশংসা। তুমি আমাকে এ কাপড় পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর মঙ্গল এবং যে জিনিসের জন্য বানানো হয়েছে তার মঙ্গল কামনা করছি এবং এর অনিষ্ট থেকে ও যে জিনিসের জন্য এটি বানানো হয়েছে তার অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি।)
___ সুনানে আবু দাউদ, তিরমিযী, বগবী। মুখতাসার শামায়েলে তিরমিযী লিল আলবানী, পৃষ্ঠা-47।

নতুন পোশাক পরিধানকারীকে এই দুআ দিবেঃ
تُبْلِىْ وَيُخْلِفُ اللّهُ تَعَالى
(অর্থ: তুমি একে ‍পুরাতন করবে আর মহান আল্লাহ এর স্থলে আরেকটি দান করবেন।)
___ সুনানে আবু দাউদ, 4/14

অথবা
اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَمِيْدًا وَ مُتْ شَهِيْدًا
(অর্থ: তুমি নতুন কাপড় পরিধান কর। প্রশংসিত হয়ে জীবন যাপন কর। শহীদ হয়ে মৃত্যুবরণ কর।)
___ সুনানে ইবন মাজাহ-2/1178, বগবী-12/41, সহীহ ইবন মাজাহ-2/275

পোশাক খোলার দোয়াঃ

بِسْمِ اللّه

(অর্থ: আল্লাহর নামে।)
___ জামে তিরমিযী-2/505, ইরওয়া, হাদীস নং-49

পায়জামা অথবা সেলোয়ার পরার সময় প্রথমে ডান পা, এরপর বাম প প্রবেশ করাবে। অনুরূপভাবে জুব্বা অথবা জামা ইত্যাদি পরিধান করার সময়ও প্রথমে ডানদিকের হাতায় (ডান হাত), তারপর বামদিকের হাতায় (বাম হাত) প্রবেশ করাবে।

ভাবে জুতা পরিধান করার সময়ও প্রথমে ডান পা এরপর বাম পা প্রবেশ করাবে। আর যখন খুলবে তখন প্রথমে বামদিকের পা তারপর ডানদিকের পা বের করবে।

এ হুকুম শরীরে পরিহিত সব জিনিসের জন্য প্রযোজ্য।
___ বুখারী শরীফ ২:৮৭০ পৃষ্ঠা, তিরমিযী ১:৩০৭ পৃষ্ঠা, বজলুল মাজহুদ ১:১৪২-১৪৩ পৃষ্ঠা

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now