দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ১

ঘুম থেকে উঠার সুন্নাতসমূহ

dua4-md20150519122809.jpg
Image From

১. ঘুম থেকে উঠা মাত্রই উভয় হাত দ্বারা চোখমুখ ডলা সুন্নাত, যাতে ঘুমের জড়তা দূর হয়ে যায়।
___ শামায়েলে তিরমিযী, পৃষ্ঠা: ১৮

২. (ফজরের সময়) যখন ঘুম থেকে উঠবে, তখন এ দুআ পড়বে।

اَلْحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

(আল-হামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।)

৩. যখন ঘুম থেকে উঠবে, তখন মিসওয়াক করা সুন্নাত।
___ বুখারী শরীফ, পৃষ্ঠা: ৯৩৬; মুসলিম শরীফ, পৃষ্ঠা: ২:৩৪৮

নোট:

উযু করার সময় আবার মিসওয়াক করতে হবে। কেননা ঘুম থেকে উঠামাত্র মিসওয়াক করা পৃথক সুন্নাত।

৪. পানির পাত্রে হাত দেওয়ার পূর্বে তিনবার উভয় হাতের কব্জি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেওয়া সুন্নাত।
___ তিরমিযী শরীফ, পৃষ্ঠা- ১:১৩

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now