দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ৬

ঘর থেকে বের হবার দু‘আ

জিৃ.jpg
Image From

১. ঘর থেকে বের হবার সময় এই দু‘আ পড়বে।
بِـسْـمِ الـلـهِ تَـوَكَّـلْـتُ عَـلَـى الـلـهِ لاَ حَـوْلَ وَلاَ قُــوَّةَ اِلاَّ بِـالـلـهِ
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াকাল্‌তু ‘আলাল্লাহি লা- হাওলা ওয়া লা- ক্বুওয়াতা ইল্লা- বিল্লাহ্‌।
অর্থ : আমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহর শক্তি ও সামর্থ ছাড়া কারো কোন ক্ষমতা নেই।
___ আবু দাউদ শরীফ ২:৩৩৯ পৃষ্ঠা; ইবনে মাজাহ শরীফ ২৭৭ পৃষ্ঠা; তিরমিযী শরীফ ২:১৮১ পৃষ্ঠা

২. ধীরস্থিরভাবে যাওয়া, দৌড়ে না যাওয়া (এটা শুধু মসজিদের জন্যই)।
___ ইবনে মাজাহ শরীফ ৫৬ পৃষ্ঠা; তিরমিযী শরীফ ৭৫ পৃষ্ঠা

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now