দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ৭

ঘরে প্রবেশের দু‘আ, সুন্নাত ও আদবসমূহ

d.jpg
Image From
বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবে না। তিনবার ডেকে যদি অনুমতি না পাওয়া যায়, তবে ফিরে আসবে কিন্তু অসন্তুষ্ট হবে না। হয়ত পুরুষ লোক বাড়িতে নেই বা এসময় এমন কোনো কাজে লিপ্ত আছে যে অবস্থায় জবাব দেওয়া সম্ভব নয়। এইরূপ অনেক কিছু হতে পারে। অনুরূপ নিজের ঘরেও আওয়াজ না দিয়ে প্রবেশ করবে না। হয়ত কেউ বেপর্দা থাকতে পারে বা বেগানা/গায়রে মাহরাম মহিলা ঘরে থাকতে পারে।

 বাড়ির ভেতর থেকে বা ঘরের ভেতর থেকে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি কে? তবে নিজের নাম-পরিচয় পরিস্কার করে বলবে, শুধু ‘আমি’ বলবে না।

 গৃহে প্রবেশ করতে চাইলে পূর্ব হতে গৃহবাসীদেরকে আগমনের কথা জানিয়ে দিবে।

 ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করবে।

 ডান পা দেয়ার পর ‘বিসমিল্লাহ’ পড়বে।

এরপর নিচের দু‘আটি পাঠ করবে। এরপর ঘরের লোকদের সালাম করবে। দু‘আটি হলো:

أَللهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَ خَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا و بِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلى اللهِ ﺭَﺑَّﻨَﺎ تَوَكَّلْنَا

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজ্না ওয়া বিসমিল্লাহি খারাজ্না ওয়া ‘আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট (ঘরে) প্রবেশের কল্যাণ এবং (ঘর থেকে) বেরোনোর কল্যাণ কামনা করি। আমরা আল্লাহর নামেই প্রবেশ করলাম এবং আল্লাহর নামেই বের হলাম। আর আমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করলাম।
___ আবু দাউদ শরীফ ২:৩৩৯ পৃষ্ঠা
du.jpg
Image From

 ঘরে কেউ না থাকলেও ফিরিশতাদের নিয়তে এভাবে সালাম করবে-
أَلسَّلاَمُ عَلَيْنَا وعَلى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ

 যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে ও সালাম করবে, যদিও তা মায়ের ঘর হয়।

 ঘরে গিয়ে একেবারে চুপ হয়ে থাকবে না। কিছু না কিছু জিজ্ঞেস করবে।

 রাত্রি বেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন ঘরে আস্তে আস্তে প্রবেশ করবে।

 রাত্রি বেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন সালাম এত আস্তে করবে যে, কেবল জাগ্রত ব্যক্তিই শুনতে পাবে। ঘুমন্ত ব্যক্তিরা নয় এবং এতে কারো ঘুমের ব্যঘাত সৃষ্টি না হয়।

 গৃহে প্রবেশ করার সময় অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে প্রবেশ করবে।

 সফর থেকে ফিরার সময় পরিবার-পরিজনের জন্য কিছু হাদিয়া নিয়ে আসা সুন্নাত।

 সফর থেকে প্রত্যাবর্তনকারী ঘরে প্রবেশের পূর্বে দু’ রাকা‘আত নফল নামাজ পড়ে নিবে।
Steemit GIF.gif

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now