দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ৪

বাথরুমে প্রবেশ করা, বের হবার দুআ ও সুন্নাতসমূহ - ০২

৬. বাথরুম থেকে বের হওয়ার সময় প্রথমে ডান পা বাইরে রাখবে এবং বের হয়ে এ দুআ পড়বে।

غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ.
___ ইবনে মাজাহ
বাথ.jpg
Image From

৭. যদি আংটি অথবা অন্য কোনো জিনিসে কুরআন শরীফের আয়াত বা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র পবিত্র নাম এমনভাবে লিখা থাকে যা দেখা যায়, তাহলে তা খুলে বাইরে রেখে যেতে হবে। ইস্তিঞ্জা করার পর বাইরে এসে পুনরায় পরে নেবে। তবে তাবিজ ইত্যাদি মোম দ্বারা বন্ধ থাকলে কিংবা কাপড় দিয়ে সেলাই করা থাকলে তা-সহ বাথরুমে যাওয়া জায়েজ আছে।
___ নাসাঈ শরীফ ২:২৮৯ পৃষ্ঠা; আবূ দাউদ শরীফ ১:৮ পৃষ্ঠা; ইবনে মাজাহ ৩৭ পৃষ্ঠা

৮. ইস্তিঞ্জা করার সময় কিবলার দিকে মুখ করে অথবা কিবলার দিকে পিঠ করে বসবে না।
___ বুখারী শরীফ ১:২৬ পৃষ্ঠা; তিরমিযী শরীফ ১:৮ পৃষ্ঠা; ইবনে মাজাহ ২৭ পৃষ্ঠা

৯. ইস্তিঞ্জা করার সময় কঠোর প্রয়োজন ব্যতীত কথা বলবে না। আল্লাহর জিকিরও করবে না।
___ আবূ দাউদ শরীফ ৩ পৃষ্ঠা; মিশকাত শরীফ ১:৪৩ পৃষ্ঠা

১০. পেশাব-পায়খানার ছিঁটা থেকে খুব বেঁচে থাকবে; কেননা অধিকাংশ কবরের আজাব পেশাবের ছিঁটা থেকে বেঁচে না থাকার কারণে হয়ে থাকে।
___ ইবনে মাজাহ ২৯ পৃষ্ঠা

৩য় পর্ব পরবর্তী পোস্টে

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now