যে কারণে কোন আমল কবুল হবে না | Islamic knowledge

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে এবং কাটছে। যাই হোক কাজের কথায় আসি, আজকে আমি লিখবো যে কি কি কারণে আমাদের আমল কবুল হয় না। আমরা যারা মুসলিম তারা সবাই কম আর বেশি ইসলামিক অনেক আমল করে থাকি, কিন্তু আমাদের কি জানা আছে আমাদের অনেকের আমল কবুল এ হচ্ছে না। কেন কবুল হচ্ছে না তার কিছু কথা নিচে তুলে ধরার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

আমাদের সবার এলাকায় প্রতি বছর অনেক ইসলামিক জালসা, তাফসিরুল কোরান মাহফিল হয়ে থাকে এবং আমরা এগুলা যে অংশগ্রহণ ও করি , কিন্তু আপনি জানেন কি যে আমাদের যেই প্রধান বক্তা আমাদের ওয়াজ শোনায় তাদের মধ্যে ও অনেকে জাহান্নাম এ যাবে , কারণ এমন অনেক হুজুর আছে যারা মানুষের বাহ্ বা পাওয়ার জন্যে ওয়াজ করে থাকে , তাদের কে আল্লাহ জাহান্নাম এ দিবে, কারণ তিনি আল্লাহর ভয়ে ওয়াজ করে নি তিনি বাহ্ বা পাওয়ার জন্যে ওয়াজ করেছে.

আমাদের এলাকায় অনেক অনেক বড় বড় দানবীর আছে, আপনার জেনে রাখা ভালো যে ওদের মধ্যেও অনেকে জাহান্নাম এ যাবে এবং হাশরের মাঠে আল্লাহ কে জিজ্ঞাসা করবে আল্লাহ আমাকে কেন জাহান্নাম এ দিচ্ছ ? আমি তোমার রাস্তায় অনেক দান করেছি অনেক ভালো কাজ করেছি , তখন আল্লাহ বলবে হা তুমি অনেক দান করেছো কিন্তু সেটা আমার খুশির জন্যে না , তুমি দান করেছো যেন মানুষ তোমাকে দানবীর বলে হাতেম তাই বলে। সুতরাং তোমাকে জাহান্নাম এ দেয়া হলো.

Source

তাই আমাদের উচিত আমরা যত টুকুই ইসলাম মেনে চলি তার সব টুকুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই করা। আর তাছাড়া লোক দেখানো কাজ করে কোনোই লাভ হবে না। শেষ মেশ আমাদের জাহান্নাম এ ই যেতে হবে এতে কোনো সন্দেহ নাই..

চলুন আমরা সবাই ইসলাম মেনে চলি এবং অন্যকে উৎসাহিত করি , কারণ আমরা সৃষ্টির সেরা জীব , সুতরাং এটা তো আমাদের এ দায়িত্ব তাই না ? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক , এই আশা করেই আজকের মতো লিখা শেষ করছি , আল্লাহ হাফেজ ।

এখন পর্যন্ত যদি আপনি স্টিমিটবিডি কমিউনিটি তে জয়েন না হয়ে থাকেন তাহলে এখনই ই জয়েন হয়ে যান।

Join our Discrod: Steemitbd_Community

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center