Get এর ১০টি গুরুত্বপূর্ণ ব্যবহার

Get এর ১০টি গুরুত্বপূর্ণ ব্যবহার
✪ Get up from sleep (Awake - জাগ্রত)
ঘুম থেকে উঠে পড়।
✪ Did you get me? (Understand – বুঝতে পারা)
তুমি কি আমার কথা বুঝতে পেরেছো?
✪ Will you get me a glass of coffee? (Give - প্রদান করা)
তুমি কি আমাকে এ গ্লাস কফি দিবে?
✪ I’ve got your letter in time (Received - গৃহীত)
আমি আপনার চিঠি যথাসময়ে পেয়েছি
✪ You’ve got ahead a lot within a short time (Improved – উন্নতি করা)
খুব অল্প সময়ের মধ্যে তুমি অনেকদূর এগিয়েছো।
✪ I must get back to my country if Allah wishes (Return - প্রত্যাবর্তন)
আল্লাহ চান তো আমি অবশ্যই আমার নিজ দেশে ফিরে আসবো।
✪ Get over your shame in order to learn English (Overcome – জয়লাভ করা)
ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে।
✪ (Causative – কাওকে দিয়ে কিছু করিয়ে নেওয়া)
I get the hawker to bring the newspaper
আমি হকারকে দিয়ে সংবাদপত্রটি আনি।
✪ Get going until you reach the end (Continue - অবিরত)
চলতেই থাকো যতক্ষন না শেষ পযন্ত র্পৌছাতে পারবে।
✪ (Meet – সাক্ষাত/একত্রে মিলিত হওয়া)
We’ll get together at around 3pm. for the conference

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center