প্রচুর গরম

আজকে ক'দিন ধরে এত গরম পড়ছে যে বলার মতো না। গুগলে সার্চ করে দেখলাম ঢাকাতে আজকে তাপমাত্রা 36 ডিগ্রী সেলসিয়াস। আসলেই অনেক গরম মানে বলার মত না। গোসল করে কোন কাজ হচ্ছে না একটু পর পরই ঘেমে যাচ্ছি। ফেন থেকে মনে হয় গরম বাতাস বের হচ্ছে। বাইরে গেলে তো আরও রোদ বাইরে গিয়েও শান্তি নেই। এসি ছাড়া আসলে কোন উপায় নেই।

কিন্তু ঘরে এখন এসি নেই এসি দেখি কেনাই লাগবে। স্টিম এর দাম বাড়ুক ওইটাতে একটা এসি কিনে ফেলব। আগে তো গাড়ি কেনার স্বপ্ন দেখতাম এখন স্বপ্নটা একটা ছোট করেছি কয়েনের দাম কমে গেছে তো তাই। এখন স্বপ্ন আছে এস এসি কিনার।

কারেন্ট এখন তেমন একটা যায় না দিনের মধ্যে একবার বেশি হলে যায় এবং গেল এক ঘণ্টার কম সময় ফিরে আসে। আগে অনেক কারেন্ট যত দিনের মধ্যে 3 থেকে 4 বার এমনকি রাতে ঘুমাতে যাবার সময় কারেন্ট চলে যেত তখনো গরমকাল ছিল একদম থাকার অনুপযুক্ত। কিন্তু এখন কারেন্ট আছে ফ্যান ঘুরছে কিন্তু যেহেতু তাপমাত্রা অনেক বেশি তাই বাতাসটা অনেক গরম সব কিছু মিলিয়ে অনেক গরম মানে খারাপ অবস্থা।

এই সপ্তাহে মনে হয় না গরম কিছুটা কমবে আর বাড়তে পারে। সবাই দোয়া করেন যাতে গরমটা তাড়াতাড়ি চলে আয় আমার কাছে আসলে সিত ভালো লাগে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center