My activity first Bangla new year

IMG20220417121633.jpg

বৈশাখ মাসে আমাদের গ্রামে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবং তারপর পূর্ব প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে বিশ্ব ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করব।

IMG20220417121744.jpg

IMG20220417121643.jpg

IMG20220417121733.jpg

প্রিয় বন্ধুরা দেখুন আপনারা ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছি না কিছু হয়েছে। এবং তাদের সাথে রয়েছে গ্রামে প্রচলিত খোলা চিঠি দিয়ে জাল বা ধান পরিষ্কার করা হয়। এবং আপনারা ফটোগ্রাফিতে জীবনে ক্লক দেখতে পাচ্ছি না এটার মূল কারণ হচ্ছে সামনের আমাদের গ্রামের শীতলা পূজা অনুষ্ঠিত হবে তার একটি নমুনা।

এই পূজায় আমরা গ্রামবাসী সকলে অংশগ্রহণ করি। এবং ওই পূজার প্রসাদ হিসেবে প্রচুর পরিমাণে বাঙ্গি এবং তরমুজ থেকে থাকে। বাতাসা নামক একটি মিষ্টিজাতীয় খাদ্য এর জনপ্রিয়। এবং এটিকে সকল মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয় তখন কিন্তু হাতে হাতে দেওয়া হয় না। বরং ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় এবং যে যেভাবে তুলে নিতে পারে। এ ক্ষেত্রে দেখা যায় ছোটরা দৌড়ে আর অন্যজনের আগে সে গুলোকে তুলে নেয়। এটা একটি খেলার মত বলতে পারেন। যে যেভাবে তুলে নিতে পারে সেটা হোক বা কারো সামনে থেকে পিছন থেকে পাতারহাট থেকে কোন ব্যাপার না। সব মিলিয়ে ওই দিনটা আসলে একটি আনন্দের দিন আমাদের জন্য।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center