ভালোলাগা নাকি ভালোবাসা?

মানুষ একা একা বাঁচতে পারে না।সবার জীবনেই কেও না কেও আসে। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। কিছু সম্পর্ক হয় মাত্র কিছু দিনের। আবার কিছু সম্পর্ক অনেক সময় নিয়ে টিকে থাকতে পারে। এর ভিতর আবার দুই ধরনের সম্পর্ক আছে। প্রথম টা হলো ভালোলাগার সম্পর্ক অপরটা ভালবাসার।তবে ভালোলাগার সম্পর্ক টা আবার বেশি সময়ের জন্য না। কিছু দিনের মাত্র। কিছু দিন পর আর ভাল লাগে না। কারন একটা মানুষ কে কখনই বেশি দিন ভাল লাগে না। একটা জিনিস বার বার করতে করতে তা আর ভালো লাগে না।অর্থাৎ একজন এর সাথে কথা বলতে বলতে একটা সময় আর ভালো লাগেনা। এটাই হলো ভাললাগা। আপনার সাথে কারোর নতুন পরিচয় হলে তার সাথে কথা বলার মাত্রা অনেক বেশি থাকে। কথা বলার অনেক বিষয় থাকে, অনেক কথা আদান প্রদান হতে থাকে যা অন্য চেনা মানুষের কাছেও হয়তো আপনি বলেননি। এর মাধ্যমে একে অপরকে বোঝা যায়। এভাবে আপনাদের একে অন্যজন কে ভাল লাগতেই পারে। এটা স্বাভাবিক। আপনি খেয়াল করবেন আপনি আপনার অজান্তে আপনার আশেপাশের মানুষদের সাথে তাকে তুলনা করা শুরু করেছেন। স্বাভাবিক বিষয়। আপনি নিজেও মনে করতে শুরু করেছেন আপনি তাকে পছন্দ করেন। স্বাভাবিক। বিষয়টা এই পর্যন্ত স্বাভাবিক। তবে হতেই পারে আপনার বিপরীত জন অন্য কাউকে ভালবাসে। হতেও পারে কিছুদিন পর তার ভালবাসা ফিরে আসবে। এখানে আপনার আসলেই কিছু করার নেই।
কিন্তু এর মধ্যে ধরুন আপনার ভাললাগা ভালবাসায় পরিণত হল। আসলে একটা বিষয় আছে যে ভালবাসা একদিনে হয় না। "I Love You" কিংবা "আমি তোমাকে ভালবাসি" বললেও ভালবাসা হয়ে যায় না। ভালবাসা ধীরে ধীরে হয়। অনেকটা সময় লাগে। আপনার মতামত প্রকাশ করার আগেই যখন অপরজন বুঝতে পারবে আপনি কি চাইছেন। আপনি কি করলে খুশি হবেন আর কি করলে আপনি পছন্দ করবেন না তা সে খুব ভালভাবেই জানবে। সে আপনার জন্য অপেক্ষা করবে। আর এমনটা খুব তারাতাড়ি হয় না। অনেকটা সময় লাগে।
pexels-luizclas-1804796.jpg

উদাহরণ স্বরুপ চিন্তা করুন আপনি জিম করতে যান। আপনি প্রথম দিন জিমে ২০ ঘন্টা কাটালেন কিন্তু দেখবেন কোন পরিবর্তন নেই। কিন্তু প্রতিদিন ২০ মিনিট করে কাটালেন এমন একদিন দুইদিন গেলে তাও হয়তো ফল পাবেন না। হয়তো এক মাস পর আপনি একটু ফল পাবেন। ভালবাসাটাও এমন, একটু একটু করে গড়ে উঠে। আপনি যখন তাকে জেনে বিশ্বাস করবেন যে সে আপনার জন্য একদম "PERFECT" আপনি তখন থেকে তাকে ভালবাসেন। কিন্তু আপনার বিপরীতের মানুষ হয়তো আপনাকে ভালবাসে না। কিন্তু একদিনে তো হয় না সব কিছু। আপনাকে লেগে থাকতে হবে, তাকে বোঝাতে যে আপনি তাকে খুশি রাখবেন।
আপনাকে সবাই হাসাতে পারে, কিন্তু খুশি কিছু মানুষই করতে পারে। একজন সারাদিন হাসে তার মানে এই না যে সে কোন কষ্টের মধ্যে নেই। এখানেই তফাত হাসি এবং খুশির মধ্যে।
একটা প্রশ্ন একজন আমাকে করেছিল, "আপনি কাকে প্রাধান্য দিবেন! যে আপনাকে ভালবাসে নাকি আপনি যাকে ভালবাসেন?"
প্রশ্নটা খুব কঠিন তাই না? আমি উত্তরটা একটু অদ্ভুত ভাবে চিন্তা করলাম। আপনার একজনকে পছন্দ করতে হবে। এখন যদি আপনি যাকে ভালবাসেন তাকে পছন্দ করলেন কিন্তু হতেই পারে আপনার দুইদিন পর মনে হতেই পারে যে তার সাথে খুশি নন আপনি জানতেনও যে এমন হবে, আবার যে আপনাকে ভালবাসে তার সাথেও ধরুন আপনি জানেন না যে খুশি হবেন কিনা তো তাকে অবশ্যই সুযোগ দিতে হবে। তো আপনাকে ভালভাবে বিবেচনা করতে হবে কার সাথে খুশি হবেন। আমার উত্তর এটাই ছিল "বিবেচনা করা" ।
আপনাকে অবশ্যই বিবেচনা করে দেখতে হবে কে আপনার হতে চায়।যদি এমন হয় আপনি একজনকে ভালোবাসেন তবে সে অন্নো কাউকে ভালোবাসে তাহলে আপনাকে কেও ভালবাসলে তাকে বিবেচনা করে দেখুন।আমি আসলে এইসব বেপারে অত বেশি বুঝি না। তবে আমি আমার মতামত প্রকাশ করার চেস্টা করছি। সকলেরই নিজের মতামত আছে অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম।আসা করি সবার ভাল লাগবে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now