মাথা ঘোরে

জীবিকা যখন অনিশ্চিত, মাথা ঘোরাটা তখন নিতান্তই স্বাভাবিক । এইতো মাস ছয়েক আগেও যেন সবকিছু ঠিক ছিল, তখন এতো রাত জাগতে হতো না । হুট করে কোথায় থেকে কি হয়ে,গেল যার কারণে এখন প্রচুর খাটতে হচ্ছে ।এই খাটনিটা অবশ্য পুরোটাই স্ক্রিনের উপর চোখ বুলিয়ে বুলিয়ে,মস্তিষ্কের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে


এই পরিশ্রম গুলো কাউকে দেখানো যায়না, এই পরিশ্রম গুলোর শুধু স্মৃতি থেকে যায় । চোখের নিচের কালো দাগ শুধু নিজেকে মনে করিয়ে দেয় , কি পরিমান নির্যাতন করেছো নিজের চোখ গুলোর প্রতি । আজ যখন হুট করে আয়নার সামনে দাঁড়িয়েছি, তখন যেন কথাগুলো নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এসেছে ।
দুনিয়াতে পেট চালানোর থেকে কঠিন কাজ, আর মনে হয় একটাও নেই । এই পেট সবাইকে পাগল বানিয়ে দিয়েছে । দুটো মানুষের পেট চালাতেই যখন এত হিমশিম খেতে হচ্ছে, তখন ভাবছি বাকিরা অতো বড় বড় সংসার কেমনে টানে । এই পেট না থাকলে ,দুনিয়াতে মনে হয় সুখী মানুষের অভাব হতো না ।
আজ আমার বড্ড মাথা ঘুরছে, টানা তিন চার ঘন্টা স্ক্রিনের উপর চোখ বুলানো সত্যিই একটু কঠিন কাজ । তার ওপর আবার মস্তিষ্কের উপর চাপ দিয়ে লিখতে হয়, এখন মাঝে মাঝে মস্তিষ্কের চিনচিন ব্যথা আমি বুঝতে পারি । বিশ্রাম চায় মস্তিষ্ক আমার, ওকে একটু বিশ্রাম দিতে হবে ।শুভরাত্রি ![20200707_101552-01.jpeg](
H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now