একজন সবুজের ফেরিওয়ালাঃ ডাঃ আবু নাঈম

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

ছোটবেলায় কবিতাতে এই লাইন দুটো আমরা সবাই পড়েছি, কিন্তু তবুও সকলে মিলে এক ধ্বংসের খেলায় মেতে উঠেছি আমরা।

সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে প্রাণের বেঁচে থাকার অন্যতম নিয়ামক, একটা সবুজ পৃথিবী। বৈশ্বিক উষ্মতা বাড়ার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা লাফিয়ে বাড়তেছে। আর পৃথিবীতে ধেয়ে আসছে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ।

পৃথিবীতে সকলে যেখানে নগরায়ন এর নামে সবুজ নিশ্চিহ্ন করার নেশায় মেতেছে, সেখানে কিছু মানুশ স্রোতের বিপরীতে হেঁটে ছুঁটছে সবুজায়নের দিকে।

ডাঃ আবু নাঈম এমনি একজন মানুষ, যিনি নগরায়নের পক্ষে থেকে নগর কেই সবুজায়নের নেশায় মেতেছেন।

FB_IMG_1592832569203.jpg
ডাঃ আবু নাঈম

বাংলাদেশের কুমিল্লা জেলায় তার প্রতিষ্ঠিত একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে তিনি সবুজায়নের প্রক্রিয়াকে চলমান রেখেছেন। গড়েছেন এক বিশাল সবুজ পাগল মানুষের কমিউনিটি। একটা ফেসবুক গ্রুপ "কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি।"

তিনি পেশায় একজন চিকিৎসক। আরো নির্দিষ্ট করে বলতে কুমিল্লা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের একজন লেকচারার। পেশার পাশাপাশি যতটা সময় পান উনি নিজেকে সবুজের জন্য উৎসর্গ করেছেন। তার প্রতিষ্ঠিত গ্রুপের মাধ্যমে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা এবং সেখানে মানুষকে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা উপহার দেয়াই যেনো তার একমাত্র লক্ষ্য।

বিভিন্ন ছোট বাগানীদের গাছের চারা উপহার দিয়ে তাদের বাগানে আগ্রহী করে তোলা বা যারা শুরু করতে চাচ্ছে তাদের বিনামূল্যে চারা সরবরাহের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করে থাকেন উনি।

তার হাত ধরেই আজ কুমিল্লা এক সবুজ শহরে রূপান্তরিত হবার দ্বারপ্রান্তে অবস্থান করছে। আর এই কাজে উনি পাশে পেয়েছেন ১৬ হাজারের উপরে মানুষকে, যারা তার প্রতিষ্ঠিত ফেসবুক গ্রুপের মাধ্যমে নিজেদের আঙিনাকে সবুজে রূপান্তরিত করে তুলছেন।

তিনি স্বপ্ন দেখেন, একদিন কুমিল্লার প্রত্যেকটা বাড়ির ছাদ একটা বাগানে রূপান্তরিত হবে। যেহেতু নগরায়ন বন্ধ করা অসম্ভব, তাই নগর কেই সবুজে পরিণত করাটাই তার প্রধান স্বপ্ন।

আর এই স্বপ্নের বাস্তবায়নে উনি অনেক সম্মানিত ব্যক্তিবর্গ কেও উনার পাশে পেয়েছেন, যারা সরকারের নীতিনির্ধারক পর্যায়ে থাকেন।

FB_IMG_1592832513908.jpg
তার আয়োজিত ছাদকৃষি বিষয়ক কর্মশালায় কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়।

এছাড়া তার কর্মকাণ্ডকে কিছু স্থিরচিত্রের মাধমে তুলে ধরার চেষ্টা করলাম...

FB_IMG_1592832583607.jpg
FB_IMG_1592832553114.jpg
বিনামূল্যে বিতরণের জন্য রাখা গাছের চারার প্যাক

FB_IMG_1592832543678.jpg
উপহার হাতে একঝাঁক বাগানী

FB_IMG_1592832096146.jpg
FB_IMG_1592832716128.jpg
FB_IMG_1592832531209.jpg
তার আয়োজিত কিছু ইভেন্টের ছবি

FB_IMG_1592832598645.jpg
একটা ইভেন্ট আয়োজনে আমরা।

একটা সুস্থ্য পৃথিবীর জন্য সবুজায়নের কোন বিকল্প নেই।
যেহেতু আমরা নগরায়ন রোধ করতে পারবো না, তাই নগরে সবুজায়নের কোন বিকল্প নেই এখন। তাই আবু নাঈম এর সবুজায়নের আন্দোলনে শামিল হয়ে আমরা প্রত্যেকেই নিজ অবস্থান থেকে গাছ লাগাই, পরিবেশ বাঁচাতে এগিয়ে আসি।

গাছ লাগান,
পরিবেশ বাঁচান..

ধন্যবাদ সবাইকে

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center