ভারত-পাকিস্তান যুদ্ধে অবশেষে ভারত জয়ী ,


image.png
source

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ , হাইভ পরিবারের সকল বন্ধুবান্ধব কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন ।টানটান উত্তেজনার মধ্যে থেকে শুরু হয়ে গেল এশিয়া কাপ এশিয়া কাপের প্রথম দিনে ঘটে গেল অঘটন , যেখানে আফগানিস্তান নিজেদের শক্তি মত প্রকাশ করেছেন শ্রীলংকা বোঝার আগেই তাদেরকে একদম ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে আফগান বোলিং অ্যাটাক ।

এটা ছিল প্রথম ম্যাচের ঘটনা কিন্তু ম্যাচটি হয়েছে আরও চমৎকার হারুক বা জিতুক যাই হোক না কেন খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হয় তখন ব্যাপারটা থেকে সম্পূর্ণ ভিন্ন কেমন জন্মের পর থেকে দেখেছি ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হয় পুরা ক্রিকেট বিশ্বকাপ হয়ে যায় কেন যেন মনে থেকেই এই জিনিসটি তৈরি হয় ।

আজ পর্যন্ত উত্তর পাইনি কেন এত টান টান উত্তেজনা হয় ইউরোপে যখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলা হয় ঠিক তখন এরকম অবস্থা তৈরী হয় কিন্তু আমরা যদি এশিয়া মহাদেশে মানুষ আমাদের কাছে সবসময় ভারত এবং পাকিস্তানের খেলা হলে যেখানে যাই হোক না কেন এই খেলাতে মিস করতে চাইনা তার ব্যাতিক্রম কিছু হয়নি ।

বর্তমান পাকিস্তান ক্রিকেটে অনেক ভাল ভালো প্লেয়ার আছে যেখানে একজনের কথা না বললেই না যেমন আছে তার নাম হচ্ছে বাবর আজম বর্তমানে পাকিস্তানের ক্রিকেট ক্যাপটেন , এছাড়াও অনেক ভাল ভালো প্লেয়ার আছে নাম বলতে গেলে কোন প্লেয়ার কে ছোট করে বলা হবেনা কিন্তু প্রত্যেকটি প্লেয়ার তাদের নিজের যোগ্যতায় এতদূর এসেছেন এবং তাদের খেলা কমবেশি সবাই জানে এবং তাদের প্রশংসা এখন পঞ্চমুখ ক্রিকেটবিশ্ব অন্যদিকে ,


image.png
source

ভারত ভারতের প্লেয়ার গুলা সারা বিশ্বের সবচেয়ে আলোচিত সেখানে অনেক ভাল ভালো প্লেয়ার রয়েছে যেমন রোহিত শর্মা , বিরাট কোহলি এছাড়া আরো অনেকেই তাদের কথাই বলা হবে না কেন তাদের সবাই কমবেশি ক্রিকেটপ্রেমীরা চিনে এবং তারা তাদের খেলা দেখিয়েছে অনেকবার এবং তাদেরকে এমনভাবে ট্রেন আপ করা হয় বর্তমানে যা সম্পূর্ণ ক্রিকেটবিশ্ব থেকে একটু আলাদা তারা পরিচিত হচ্ছে কারণ তাদের দেশে খুব বড় বড় টুর্নামেন্ট হয় যেগুলো সব সময় তারা নিজেদেরকে ব্যস্ত রাখে ।

যাই হোক না কেন ভারত-পাকিস্তান শক্তিমত্তার কেউ কারো থেকে কম না কিন্তু এদিন আশা করেছিলাম পাকিস্তান পাকিস্তান ভারত থেকে গিয়েছিলো সেটা বলেন এটাকে হোক কিংবা ব্যাটিংয়ের দিক দিয়ে হোক খেলাটা হয়েছে দারুন খুব উপভোগ করেছি খেলাটা রান করেছিল পাকিস্তান খুব বেশি রান করতে পারেনি কারণ এটাকে ভারত অনেক এগিয়ে গিয়েছে প্রথম থেকেই এবং এমন ভাবে চাপ তৈরি করেছে যা পাকিস্তান কোনভাবে বের হয়ে আসতে পারেনি এক ভুবনেশ্বর কুমার 4 উইকেট নিয়ে নিয়েছেন প্রথমসারির যে চারজন ব্যাটসম্যান যাদের কাছে আশা করা যায় তাদের উইকেট গুলো নিয়ে নিয়েছেন তিনি ।


image.png
source

১৪৬ রানে ইনিংস শেষ করে পাকিস্তান , অন্যদিকে ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম থেকে ও চাপের ভিতর পড়ে যায় পাকিস্তানের বোলিং অ্যাটাক এর কাছে তারাও খুব চাপ সৃষ্টি করেছে কিন্তু খেলা গড়িয়ে যায় শেষে ভোরের দিকে যেখানে 6 বলে 9 রান এর প্রয়োজন হয় কিন্তু ইন্ডিয়ার তখন পাঁচ উইকেট হারিয়েছে হাতে আরো পাঁচটি উইকেট আছে টানটান উত্তেজনা মাঝখানে বল বাকি থাকতে একটি ছক্কা মেরে খেলা জিতিয়ে দিলেন হার্দিক পান্ডে ।

মোটকথা আমার কাছে খুব অসাধারণ লেগেছে খেলা কারো কম বেশী দোষ আমির খান দিব না খেলায় হার-জিত থাকবেই কিন্তু খেলাটি হয়েছে উপভোগ করার মতো আজ আছে আমাদের বাংলাদেশের খেলা দেখা যাক আমাদের বাংলাদেশে কী করতে পারে আফগানিস্তানের সাথে আশা করব বাংলাদেশ জিতবে ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now