এশিয়া কাপে দূর্দন্ত সূচনা আফগানিস্তানের ,


image.png
source

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ , বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন কাঙ্খিত এশিয়া কাপ শুরু হয়ে গেল , যেটা বিশ্বকাপের পরের স্থান ধরা যায় কিংবা বিশ্বের বৃহত্তম টুনামেন্ট এর মধ্যে একটি যেটাই বলেন না কেন ।

প্রথম ম্যাচ ছিল শ্রীলংকা এবং আফগানিস্তানের মধ্যে ,প্রথমে শ্রীলংকা বেড়াতে এসে খুব ভালো কিছু করতে পারেনি খুব ভালোভাবেই শুরুটা করতে পারলে হয়তো বা খেলার মোর অন্যদিকে যেত , প্রথমেই আফগানিস্তানের বোলিং তোপে লন্ডভন্ড হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ,

আফগানিস্তানের t20 এমন ভয়ঙ্কর চেহারা দেখে খুব একটা যে স্বস্তিতে নেই বাংলাদেশ ।শ্রীলঙ্কাকে রীতিমতন নাকানি-চুবানি খাইয়ে ৮উইকেটে৫৯ বল হাতে রেখেই প্রথম ম্যাচটা জিতে নেয় আফগানরা তবে আফগানিস্তান শ্রীলংকার শোচনীয় পরাজয় বাংলাদেশের জন্য আশার আলো বআ এনেছেন টাইগারদের দ্বিতীয় রাউন্ডে উঠতে এখন সমীকরণটা অনেকটাই সহজ ।


image.png
source

দুবাইয়ের মাঠের শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান যে এভাবে শুরু করবে সেটা কেইবা ভেবেছিলেন ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং অসাধারণ t20 কারুকার্যের প্রদর্শনীর ঘটাল ।সবচেয়ে অবাক করে দিয়েছে আফগানিস্তানের পেস বোলিং অ্যাটাক ।আমরা কমবেশি সবাই জেনে থাকি আফগানিস্তান সবচেয়ে শক্ত স্তম্ভ হচ্ছে স্পিন এটাকে ।

কিন্তু হঠাৎ করেই কোন ধরনের এটাতো ছাড়াই প্রথম ওভার থেকেই একদম শ্রীলঙ্কাকে লন্ডভন্ড করে দিয়েছে আফগানিস্তানের পেসার বিশেষ করে ফারুকী প্রথম ওভারেই উইকেট শ্রীলংকার রানের চাকা একদম বন্ধ করে দেয় এবং পরে যারা এটাকে এসেছে তারা একে একে এসে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের যারা রানের মেশিন বলা হয় তাদেরকে কিছু বোঝার আগেই সাজঘরে ফিরিয়ে দিয়েছেন ।

রয়ে গেল তো সারা বিশ্বের সবচেয়ে সেরা ইস্পিনার দুইজন একজন হচ্ছে রশিদ খান আরেকজন হচ্ছেন মুজিব তাদের কথা তো আর বলার কিছু নেই ,মোটামুটি শুরু থেকেই শেষ পর্যন্ত যারা আফগানিস্তানের বোলিং করেছেন তারা সবাই তাদের নিজের কাজটা করেছেন এবং খুব অল্প রানেই মাত্র ১০৬ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেয় ।


image.png
source

তারপর যারা ব্যাটিং এসেছেন আফগানিস্তানের হয়ে তারা খুব সুন্দর করে দুর্দান্তভাবে শুরু করেছেন১০৬ রান খুব বেশি রান নয় টি-টোয়েন্টিতে খুব সহজ ভাবেই তারা এটিকে সম্পন্ন করেছেন এবং আট উইকেটের বিশাল জয় নিয়ে ঘরে ফিরেছেন শুরুটা খুব সুন্দর করে করেছেন । একই গ্রুপে আছে আমাদের বাংলাদেশে সুতরাং বাংলাদেশের এখানে নজর রাখতে হবে আফগানিস্তানে পেশার এত সুন্দর হবে এটা আশা করা যায়নি ।

এদিকে আফগানিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ নবী বাংলাদেশকে হিসেবে হুমকি দিয়েছেন শুদ্ধ ভাষায় তিনি বলেছেন বাংলাদেশে হোম গ্রাউন্ডে খুব ভালো খেলে তাদের হোম গ্রাউন্ডে তারা খুব ভালো পারফরম্যান্স করে থাকে বরাবর কিন্তু এটা দুবাই এখানে বাংলাদেশের মতো আমাদেরও হিসেবে কাজ করে এখানে আমাদের দুর্দান্ত পারফরম্যান্স হয়ে থাকে । তার মানে সে বোঝাতে চেয়েছেন যে দুবাইতে বাংলাদেশে তাদের কাছে পরাজিত হবে ।

খেলাতে হার-জিত থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু এখানে বাংলাদেশে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে ।আশা করব আফগানিস্তানের থেকে বাংলাদেশে ভালো শুরু করবে ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now