এশিয়া কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ এর দামাল ছেলেরা


image.png
source

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাইভ পরিবারের সকল বন্ধুবান্ধবরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভাল আছেন । আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বিশ্বের অন্যতম ক্রিকেটের আসর এশিয়া কাপ । এশিয়া কাপ সম্পর্কে সবার ধারণা আছে কমবেশি যারা ক্রিকেট প্রেমী এশিয়া কাপ জুড়েই আমাদের অনেক ধরনের পরিকল্পনা স্বপ্ন রয়ে গেছে ।

অবশেষে২০২২ সালে আবুধাবিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এর আগে বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ খেলে ফেলেছে এশিয়া কাপের জন্য কিন্তু সেগুলোতে খুব ভালো বেশি কিছু করতে পারেনি। প্রাপ্তির সংখ্যা খুবই কম তারপরও আমাদের দেশের দামাল ছেলেরা তারা কি হাল ছেড়ে দেবে ? মোটেও না ।

নতুন ভাবে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ । বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে দেখতে পেলাম বাংলাদেশের নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করছে তারা কমবেশি সবাই বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে এটাই ভাবতে ভালো লাগলো যে বাংলাদেশকে নিয়ে ভাবছে তারা এখন বাংলাদেশে আছে অনেক ভালো ভালো প্লেয়ার ।

যদি আমাদের দেশের দামাল ছেলেরা জেগে ওঠে তাহলে বিশ্বের বড় বড় যত দেশ আছে ক্রিকেটে যাদের অনেক সুনাম বিশ্বকাপজয়ী প্রত্যেকটি দেশকে হারানো সম্ভব , যেটা মাঝেমাঝে করে দেখায় , সবসময় সেটা হয় না এটাও আফসোসের সাথে বলতে হয় ।এর মাঝখানে এশিয়া কাপের জন্য নতুন কয়েকজন বেশ ভালো মানের প্লেয়ার কে নিয়ে নতুন করে টিম গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড


image.png
source

এখন সব আশাভরসা তাদের হাতে , অনেকদিন পরে সাব্বির রহমান একসময় বাংলাদেশের যে পাওয়ার হিটার নামে পরিচিত জায়গা পেয়েছে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী আছে দুইজন একই পোস্টে , যেহেতু ৭ নাম্বার পোস্টে প্লেয়ার হয়ে গেছে তিনজন তাদের নাম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ , সাব্বির রহমান মোসাদ্দেক হোসেন সৈকত ।

এর মাঝখানে নিজেকে প্রমাণ করার অনেক কঠিন হয়ে দাঁড়াবে প্রত্যেকটি প্লেয়ার এর জন্যই এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ এগিয়ে আছে তার অভিজ্ঞতার জন্য মোসাদ্দেক হোসেন সৈকত খুব ভালো একটি পারফরমেন্সের মধ্যে আছে বর্তমানে অন্যদিকে সাব্বির রহমান ন্যাশনাল টিম হয়ে খুব ভালো খেলেছেন সুতরাং এখানে সম্পূর্ণ নির্ভর করছে এবং ম্যানেজমেন্ট এর উপরে কাকে এই পজিশনে খেলাবে ।

অন্যদিকে ওপেনার হিসেবে হয়তোবা দেখা যাবে এনামুল-হক-বিজয় কে এবং নাঈম কে , কারণ তারা প্রথমে ব্যাট করতে নামেন যার কারনে হয়তো বা ধারণা করা যেতে পারে তারাই হতবাক দেশের হয়ে ওপেন করতে পারেন তার আগে গুঞ্জন উঠেছিল হয়তোবা মুশফিকুর রহিম ওপেন করতে পারেন সব মিলিয়ে খুব গোলকধাঁধার মধ্যেই আছে ।

যেহেতু আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ আজকে থেকেই বোঝা যাবে কোন দেশ কিভাবে নিজেদের একাদশ সাজিয়েছে এবং সবাই মরিয়া হয়ে আছে এশিয়া কাপ ঘরে উঠানোর জন্য তার ব্যতিক্রমী বাংলাদেশ ও নয় ।গেল বিগত ১৫টি t20 মধ্যে মাত্র দু'টি জয় আর বাকিগুলো সব পরাজয় ।এশিয়া কাপের নতুন শুরুর মিশনে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের রদবদল শ্রীরাম নির্বাচনসহ বোর্ড কর্তারা ও তদারকি করছেন পুরো বিষয়টা ।


image.png
source</center
নতুন ক্যাপ্টেন হিসেবে আছেন বা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের সবাই তাকে কমবেশি হিসেবে চেনেন এবং এশিয়া কাপে তাকে ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে আমরা দেশ ও ক্রিকেটপ্রেমীরা সবাই আশা করব তার অভিজ্ঞতা দিয়ে নতুন-পুরনো প্লেয়ারদের কে নিয়ে খুব সুন্দর করে নিজেদেরকে উজাড় করে খুব ভালো কিছু এনে দিবেন ।

কারণ আগে পর আমরা দেখেছি যখন বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ার তার নিজের মতো করে মেলে দেয় তখন বাংলাদেশে অনেক ভালো পারফর্ম করে এর আগে এশিয়া কাপে আমরা বাংলাদেশকে দেখেছি কিভাবে খেলেছে এবং কত সুন্দর পারফর্ম করেছে । আশা করি এবারও বাংলাদেশ অনেক ভাল কিছু করবে । আমরা দেশবাসী এবং প্রত্যেকেই দোয়া করি যেন বাংলাদেশে অনেক ভাল কিছু করে দেশের মান উজ্জ্বল করতে পারে ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now