সাবেক কিংবদন্তি ক্রিকেটার রস টেইলরের বিস্ফোরক মন্তব্য ।


image.png
source

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন আমরা সবাই জানি ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা এবং বরাবরই আমরা আমাদের জ্ঞান অনুযায়ী যতটুক আমরা দেখি কিংবা শুনি সেটাই প্রমাণ হয় ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা ।

দিন যত যাচ্ছে ক্রিকেট খেলা তত উন্নত হচ্ছে একটি সময় শুধু সাদা জার্সি নিয়েই শুরু করে ক্রিকেট খেলা আজকের রংবেরঙের জার্সি দেখা যায় এই খেলায় , এবং এত পরিমান ঘরোয়া লীগ তৈরি হয়েছে যা প্রত্যেকটা প্লেয়ার কে ব্যস্ত করে ফেলেছে ।

বিগত পাঁচ বছরে অনেক দূর এগিয়ে গিয়েছে ক্রিকেট খেলা , একটি খুব ভালো একটি লক্ষণ কিন্তু এর মাঝে কিছু কালো অধ্যায় তৈরি হয়ে গেছে যেটা খুব দুঃখজনক এবং আফসোসের সাথে বলতে হয় । বর্তমান বিশ্বে সবচেয়ে নামকরা টুর্নামেন্ট হচ্ছে আইপিএল যেটা ইন্ডিয়া অনুষ্ঠিত হয় আরো আছে বিগ বেশ পাকিস্তানের পিসিএল এবং বাংলাদেশের বিপিএল এছাড়াও অনেক নামকরা কোন মানে হয় বর্তমান ক্রিকেট ।

চলতি বছরেই অনেক ধরনের বিস্ফোরক মন্তব্য শুনেছেন ক্রিকেট অঙ্গনে একের পর এক বিস্ফোরক মন্তব্য আসছে বিভিন্ন প্লেয়ারে কাছ থেকে যেটা তাদের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা কিন্তু তাদের মনে গেঁথে আছে । এরকম একটি মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি প্লেয়ার রস টেইলার ।

রস টেইলরের আত্মজীবনীতে তিনি বলেছেন আইপিএল খেলতে এসে তাকে চড় খেতে হয়েছে ,বন্ধুরা আপনারাই বলেন আপনাদের কাছে শুনতে কি ভালো লাগে লেগেছে আদৌ কি এটা সম্ভব ? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য তিনি এটি নিজ মুখে স্বীকার করেছেন ।

২০১১ সালে পাঞ্জাবের বিপক্ষে বিপক্ষে ম্যাচে শূন্য রানে আউট হলে রাজস্থানের এক মালিক তাকে চড় মারেন ,আইপিএল বিলিয়ন ডলার ফ্র্যাঞ্চাইজি তবে অর্থ যশ এর এই বিলাসবহুল ক্রিকেট রাজ্যের আসল রাজা কারা ?তারকা ক্রিকেটার নাকি লক্ষ্য কোটি টাকা দিয়ে কিনে নেওয়া ফ্র্যাঞ্চাইজি মালিকরা ?এখানে যারা ক্লাব এর মালিক হয়ে আসেন তারা তো স্বনামধন্য মানুষ তাদের অনেক পরিচিতি থাকে তারা কি শুধু তারকা প্লেয়ারদের কে কিনে থাকেন তা পারফরম্যান্সের জন্য নাকি তাদের আত্মসম্মান কিনে নেন ?

প্রশ্নটা বন্ধুরা আপনাদের দিকে ছুড়ে দিলাম আপনারাই বলুন ,টেইলর তার আত্মজীবনীতে বলেছেন তাকে যে চর মারা হয়েছে সেটা মোটেও মশকরা করে মারা হয়নি ,সেদিন তাদের জেতার জন্য প্রয়োজন ছিল যে তার জন্য ১৯৫ ।কিন্তু সে শূন্য রানে আউট হয়ে যায় খেলা শেষে তারা যে হোটেলে ছিল তার টপ ফ্লোরে যায় একটি রেস্তোরাঁয় সেখানে তার সাথে আরও কয়েকজন প্লেয়ার ছিল তাদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে অন্য কিংবদন্তি সেন ওয়ান ও ছিলেন । সেখানে এসে রাজস্থান রয়্যালসের মালিক তাকে বলে তোমাকে এত টাকা দিয়ে কিনেছি শূন্য রানে আউট হওয়ার জন্য নয়

এই বলে তাকে তিন-চারটি চড় মারেন ।কোন পেশাদার প্রতিযোগিতায় এমন হয় কি আমি আজ পন্ত শুনিনি তবে শুনে আমি খুব মর্মাহত হয়েছি যে বিশ্বসেরা একজন কিংবদন্তী প্লেয়ারকে এভাবে অপমান করা হয়েছে । খেলাটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার খেলার মাঠে শূন্য রানে আউট হওয়া এটি দুর্ভাগ্য ছাড়া অন্য কিছুই না কিন্তু তার জন্য যে নিজের আত্মসম্মান হারাতে হবে এটা ঠিক না ।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now