শর্ত প্রযোজ্য

অনেক আগে জীবনানন্দ দাশ বলছিলেন "পৃথিবীতে নেই কোন বিশুদ্ধ চাকুরী "। একুশ শতকে এসে আমরা দেখছি বিশুদ্ধ শব্দটার অস্তিত্ব অনেকটা খাতা কলম আর কাগজপত্রেই সীমাবদ্ধ। যদিও সীমাবদ্ধ শব্দটার ও সীমাবদ্ধতা আছে। প্রযুক্তির উৎকর্ষতায় আমরা যতোটা আধুনিক হয়েছি বলে দাবি করি বা জাহির করি তার কতোটুকুই বা আমরা ধারণ করতে পারছি। অনেক বড় পরিসরে বিষয়টা আলোচনার দাবি রাখে। যদিও ভোগবাদী সমাজ আমাদের মনন ও মস্তিষ্কে সুবিধাবাদীর প্রলেপ এঁটে দিয়েছে বহু আগেই। অদৃশ্য শর্ত জুড়ে দিয়ে এখন আমরা পরিমাপ করি সম্পর্ক গুলোকে।

সায়েম বহুজাতিক প্রতিষ্ঠানে মিড লেভেল পোস্টে চাকরি করে। পরিবারের পছন্দে বিয়ে করে। মেয়েও বেসরকারি ব্যাংকে ভালে বেতনের চাকরি করে, দেখতে শুনতে ও ভালোই। একেবারে চলনসই। বিয়ে করতে গিয়েও শত শর্ত জুড়ে দেয়া হয় আমাদের সমাজে। তেমনি সায়েমের বিয়েতেও দেয়া হয় শর্ত। মেয়ে দেখতে সুন্দর হতে হবে, মেয়ে শিক্ষিত হতে হবে, শিক্ষিত হলে হবেনা, চাকরিজীবী হতে হবে। আবার চাকরিজীবী হলে হবেনা মেয়ের জাত বংশ ভালো হতে হবে। মেয়ের ভাই, ভাবি, দুলাভাই ও শিক্ষিত হতে হবে। এখানেই শেষ নয়, ওদেরও প্রতিষ্ঠিত হতে হবে!

এতো গেলো মেয়েদের বিষয় এবার আসা যাক ছেলের ব্যাপারে। ছেলে ভালো চাকরি থাকতে হবে, ঢাকায় বাড়ি-গাড়ি থাকতে হবে। এইসব থাকার পর বলবে ছেলের সরকারি চাকরি নাই হবেনা, সরকারি চাকরি থাকলে বলে বিসিএস ক্যাডার ছাড়া আমরা মেয়ে বিয়ে দিবোনা! বিসিএস ক্যাডার হলে শর্ত জুড়ে দেয়া হয়, ছেলে লম্বা হতে হবে! চারদিকে শর্ত!

উপরোক্ত শর্ত মেনে বিয়ে সম্পূর্ন হওয়ার পর আরোপিত হয় আরো অদৃশ্য শর্ত আর অদৃশ্য শর্ত মেনে নিয়েই চলে যাপিত জীবন! মানুষিক সামাজিক জীব, সে সামাজিকতা রক্ষার জন্য তাকে প্রত্যেকটা মানুষকে কোন না শর্ত মেনেই চলতে হয়। সে শর্ত গুলো কখনো আমাদের কাছে কৃষ্টি, সংস্কৃতি হিসেবে ধরা দে আবার কখনোবা ধর্মিয় অনুশাসন হয়ে।

আমরা অনেক সময় দান করে থাকি, শর্ত ত্যাগ করে, ব্যায়াকরণবীদরা যাকে সম্প্রদান কারক বলে অভিহিত করেছেন। বাস্তবিক অর্থে সত্যিই কী আমরা শর্ত ত্যাগ করি? উত্তর হলো কারিনা। কারণ আমরা আমাদের সৃষ্টি কর্তার সন্তুষ্টি বা আমাদের পরকাল যাতে ভালো হয় সে জন্য আমরা দান করে থাকি।

এমনকি আমরা যে এতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের সন্তানদের মানুষ করি তাও কী উদ্দ্যশ ছাড়া? আর্থিক সামর্থ্যের কথা বাদেই দিলাম, মান, সম্মান এটার আশাতো বাদ দেয়া যায়না অন্তত!

দোকানে গিয়ে ছোট্ট একটা জিনিস কিনবেন, সেখানে ও ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য!

Source Pixabay
img_0.9932704939448634.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center