নিউ নরমাল

ছোট বেলা থেকে শিখে আসলাম দূর থেকে ভালোবাসা হয়না! আসলে ছোট বেলা বললে ভুল হবে, ছোট বেলা বলতে বুঝাতে চাইলাম যখন থেকে বুঝতে শিখছে তখনকার সময়কালকেই ইঙ্গিত করছি।
আর এখন করোনা আমাদের শিখালো দূর থেকে ও ভালোবাসা হয়, আগে বলা হতো যে ভালোবাসায় স্পর্শ থাকেনা সে ভালোবাসা বেশিদিন টিকে না। করোনা সে তত্ত্বেও বাহাত দিয়ে প্রেমিক যুগলদের মাঝখানে বিরামচিহ্ন হয়ে বসে আছে। মাস্ক পড়ে আর যা-ই হোক প্রেম হয়না, তাই এখন প্রেমিকার দল ঘর থেকে বের হতে ধরে না বায়না! স্বাস্থ্যবীধি মেনে কী আর আগের মতো সাজা যায় সামনে দাড়িয়াল আয়নার!

নিউ নরমাল বলে বহুজাতিক কোম্পানি আমাদেরকে শেখায় রঙ ফর্সা কারি সাবান এখন জীবাণু নাশক হিসেবে ও কার্যকর! নিউ নরমাল বলে আমরাও এখন দিনে হাত ধুয়ে উদ্ধার করি জীবাণুদের। কুসুম কুসুম গরম পানি খেয়ে ঘুমিয়ে পড়ি, আদা চা খেয়ে নিজেকে এখন মস্ত বড়ো জ্ঞানী ভাবি! আহা স্ট্যাটাস করোনার কারণে তো সম্ভব হলো!

মাস্ক ঠিক মতো না পড়ে, কানে ঝুলিয়ে, থুতনিতে জড়িয়ে যেমন খুশি তেমন সাজাও একটা নিউ নরমাল! যেখানে সেখানে থুতু ফেলে জানান দি দয়ূর করোনা কোন রোগ হলো! সামান্য জ্বর, সর্দির মতো! আর মনের মাধুরি মিশিয়ে প্রেসক্রিপশন বানিয়ে সাবাড় করছি ঔষধ, বাহ কী চমৎকার ডাক্তারি, জ্বর, কাশিতে ঔষধ খায় মুঠো বরি!

নিউ নরমাল বলে আজকাল প্রেমিক যুগল গিফট হিসেবে দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোবস, আগেও গ্লোবস দিতো তবে সেটা হাতকে সুরক্ষা করার পরিবর্তে অন্য কিছুর সুরক্ষা নিশ্চিত করতো! "বেবি" শব্দটি নিউ নরমালে বোন বা ভাই হয়ে গেছে করোনার ফলে, নিউ নরমাল বলে কথা! পাশাপাশি সিটে বসতে হবে, "বেবি" বললে তো বসা যাবেনা!

অন্য দেশ গুলো যখন করোনার ভ্যাকসিন আবিষ্কার নিয়ে ব্যস্ত তখন আমরা আবিষ্কার করি কীভাবে করোনা টেস্ট বা করে রিপোর্ট জমা দিয়ে হাজার কোটি টাকা লোপাট জরা যায়। আর আমাদের ঔষধ কোম্পানি গুলে জিংক, ভিটামিন ডি, আর সিভিট বানানো নিয়ে সচেষ্ট, বাহ কী চমৎকার ব্যায়াকরণ, দিন শেষে বুঝিলাম করোনাই নিউ নরমাল!

করোনা আরো একটা জিনিস নরমাল করলো, সেটা হলো প্রত্যেক দেশের স্বাস্থ্যসেবা। বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার প্রবনতা কনিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে যুগোপযুগি করা ও নিউ নরমাল। সব চেয়ে বড়ো কথা প্রকৃতির চেয়ে আমরা কেউ বড়ো নয়, প্রকৃতিকে নরমাল রাখলেই আমরা নিউ নরমালকে এ্যাডাপ্ট করতে পারবো।

Source Pixabay
img_0.3681690520683255.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center