কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল || কে হবে এবারের বিপিএলের চ্যাম্পিয়ন?

দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লড়াই। আর মাত্র একটি ম্যাচ পরে এই পর্দা নামবে দেশের জনপ্রিয় ক্রিকেট লিগটির। তবে শেষ ম্যাচটি আবার যেমন তেমন ম্যাচ নয়! টুর্নামেন্টের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ। হ্যা ; জাঁকজমাট পূর্ণ এক ফাইলার ম্যাচের মধ্যে দিয়ে আগামীকাল পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪ আসরটির। মেঘা ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বিপিএলের ইতিহাসে সবচাইতে সাফল্যমণ্ডিত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং কখনো শিরোপা জিততে না পারা ফরচুন বরিশাল। তবে কার হাতে হাতে উঠতে চলছে এবারের বিপিএলের শিরোপা?

এই প্রশ্নের জবাবে হয়তো অনেকেই বলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ইতিহাসে সবচাইতে বড় নাম। সাতটি আসরে বিপিএলে অংশগ্রহণ করে চারটিতেই শিরোপা জয় করেছে নাফিসা কামালের দলটি। সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন দলটি। প্রতি বছরেই দেশি-বিদেশি নামিদামি তারকাদের নিয়ে দল গঠন করে রসমালাইয়ের জন্য বিখ্যাত জেলা কুমিল্লা। এবারও তার ব্যতিক্রম হয়নি!

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০২৪ আসরে দলে যুক্ত করেছে মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয় জাকের আলী অনিকের মতো দেশি টি-টোয়েন্টি পার্ফোমারদের। অপরদিকে বিদেশি রিক্রুট হিসেবে দলটিতে রয়েছে টি-টোয়েন্টির সুপরিচিত আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লস এবং মঈন আলির মতো তারকা। বরাবরের মতো কুমিল্লা এবারে সিজনের শুরুটাও হার দিয়ে করলেও মাস্টারমাইন্ড কোচ সালাউদ্দিন তার দলকে পঞ্চম বারের মত পৌঁছে দিয়েছে মেঘা ফাইনালে!

অপরদিকে ফরচুন বরিশালের ফাইনালের যাত্রাটা ছিল বেশ রোমাঞ্চকর। বাংলাদেশের পঞ্চপান্ডবের মধ্যে থেকে তিন পাণ্ডবকে নিয়ে অভিজ্ঞ দল গঠন করে বরিশাল। পাশাপাশি দলটি বেশ কিছু বিদেশি ভালো পারফর্মারকে দলে যুক্ত করে। কাগজে-কলমে এবারের বিপিএলের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশাল তাদের শুরুটা করেছিল খুবই বাজেভাবে। দলটির দেশি রিক্রুট সাইফুদ্দিনের ইনজুরি এবং বিদেশি ভালো মানের বোলারের অভাবে বেশ কয়েকটি ম্যাচে জিতেও হেরেছে দলটি। পরবর্তীতে সাইফুদ্দিন দলে যুক্ত দলে ভারসাম্য ফিরে দলে!

তৃতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্বের ইতি টেনেছিলো ফরচুন বরিশাল। সেই হিসেবে দুইটি কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামতে হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটিকে। দুই ম্যাচের দুইটিতেই অসাধারণ পারফরম্যান্স করে বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্রথম কোয়ালিফায়ারে হারানোর পর, দ্বিতীয় কোয়ালিফায়ারে টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারায় দলটি। এই ম্যাচেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে বরিশালের বোলিং ডিপার্টমেন্ট। ফলে মেঘা ফাইনালে উত্তীর্ণ হয় দলটি।

শিরোপা জয়ের লড়াইয়ে মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান এবং ফরচুন বরিশাল। সকল হিসেবের বাইরের এই ম্যাচে মাঠে পারফর্ম করা দলটিই হবে চ্যাম্পিয়ন । তবে অভিজ্ঞতার দিক দিয়ে এই ম্যাচে এগিয়ে থাকবে ফরচুন বরিশাল। অপরদিকে তারন্য নির্ভর দল কুমিল্লা তাদের সেরাটা দিতে পারলে পঞ্চম বারের মতো শিরোপা জিতবে ভিক্টোরিয়ান্স!


image.png
Bangladesh Cricket : The Tigers

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center