Lifetalks : Some tale from life philosophy (People try to reward result not to effort) জীবন দর্শন হতে কিছু কথা : মানুষ ফলাফলকে মুল্যায়ন করে

flower-4985011_1920.png
মানুষের বেশ কিছু সহজাত প্রবৃত্তি রয়েছে । আর মানুষ প্রকৃতিগতভাবে যেহেতু একটা পরিবেশে বড় হয়ে ওঠে তাই সেই পরিবেশের নিয়ম কানুন আচার-আচরণ এবং বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশ পায় । আর এর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ফলাফলকে মূল্যায়ন করার একটা প্রয়াস অর্থাৎ মানুষ সহজাত প্রবৃত্তির কারণেই সব সময় ফলাফলকে মূল্যায়ন করতে চায় ।

একথা কেন বলছি আপনি হয়তো দেখে থাকবেন যখন কোন খেলা সংগঠিত হয় সেই খেলায় দিনশেষে শুধুমাত্র রেজাল্ট বা ফলাফল মুখ্য হয়ে দাঁড়ায় কিন্তু অনেকগুলো প্রচেষ্টা বা এটেম্পট কখনোই মানুষ মনে রাখে না । হয়তোবা মনে রাখতে চায় না । যেমন ক্রিকেট খেলায় ধরেন কোন একটা প্লেয়ার অথবা একটা টিম খুব ভালো খেললো এবং তাদের অনেকগুলো প্রয়াস ছিল অথচ দুর্ভাগ্যবশত বা কোন কারণে তারা হেরে গেল । ফলে মানুষ তাদের এই ফলাফলকে মনে রাখবে কিন্তু তাদের অনেকগুলো চেষ্টা বা এটেম্পটকে মনে রাখবে না । যেমন ধরুন কোন একটা ফুটবল ম্যাচে মেসি দশটা গোলবারে কিক নিয়েছিল এবং সব গুলোই খুব ভালো শট ছিল । ধরুন খুবই দুর্দান্ত ছিল কিন্তু সবগুলোই গোলকিপার ফিরিয়ে দিয়েছে । কিন্তু একটি এটেম্পট গোল হয়েছে । তাই শুধুমাত্র ওই একটি মানুষ মনে রাখবে অন্য ৯টি দুর্দান্ত প্রচেষ্টাকে মানুষ ভুলে যাবে । অর্থাৎ শুধুমাত্র ফলাফল কে মূল্যায়ন করা হয় কিন্তু চেষ্টা বা ফলাফলের নেপথ্যে যে প্রচেষ্টা থাকে মানুষ মনে রাখে না ।
possible-4062785_1920.png

সোর্সঃ Image by Gerd Altmann from Pixabay


বাস্তব জীবনেও আপনি এর প্রয়োগ দেখতে পাবেন যেহেতু আগেই বলেছি এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি । কারন আমরা এভাবে করেই বড় হয়েছি এবং এই নিয়মের মধ্যেই আমাদের জীবন এবং যাবতীয় বিষয়ে সম্পৃক্ত । যেমন ধরুন আপনি কোন চাকরির জন্য এপ্লাই করেছিলেন অথবা বিসিএস পরীক্ষা দিয়েছিলেন এ বিসিএস পরীক্ষায় আপনার পরীক্ষা গুলো অনেক ভালো হচ্ছিল । দুর্ভাগ্যক্রমে, আপনি ক্যাডার সার্ভিসে সুপারিশ পাননি অথবা ক্যাডার সার্ভিসে আপনার চাকরি হয়নি । যদিও আপনার প্রস্তুতি ও পরীক্ষা খুব ভালো ছিল, হয়তোবা কোন একটা ভুলের কারণে আপনি এখান থেকে ছিটকে পড়েছেন । মানুষ কখনোই আপনার এই ছিটকে পড়াটাকে মনে রাখবে না । মানুষ শুধুমাত্র আপনার এই ব্যর্থতাকে মনে রাখবে অর্থাৎ আপনি কি সফল হয়েছেন নাকি ব্যর্থ হয়েছেন তা দেখবে। আবার যদি আপনি একটা ক্যাডার সার্ভিসে সুপারিশ পেতেন তাহলে শুধুমাত্র আপনার এই সফলতাকেই মনে রাখবে। পিছনের সবগুলো প্রচেষ্টা আপনি হয়ত আরো পাঁচবার ব্যর্থ হয়েছেন সেটাকে মনে রাখবে না।

জীবনের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এরকম প্রয়োগ দেখতে পাই (ব্যতিক্রম পেলে কমেন্টে জানাবেন) যেমন ধরুন আপনি হয়তোবা কোন একটা চাকুরী, ব্যবসা অথবা কোন একটা প্রতিষ্ঠান করাতে চাচ্ছেন । এটা দাঁড় করানোর আগে আপনি আরও চার পাঁচটা প্রতিষ্ঠান করেছিলেন সেখানে আপনি ব্যর্থ হয়েছেন কিন্তু সেই প্রচেষ্টা গুলো অনেক ভাল ছিল । তবুও মানুষ একটুও আপনার আগের কর্ম মনে রাখবে না শুধুমাত্র মনে রাখবে আপনি যেখানে সফল হয়েছেন সেটাই ।
cup-1615074_1920.png

সোর্সঃ Image by Arek Socha from Pixabay


আমাদের সমাজের একটা কমন রীতি হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা ধনী মানুষদের কে একটু বেশি মূল্যায়ন করতে চাই । গরীবদেরকে মূল্যায়ন করার মানসিকতা আমাদের খুব কম । আর এই বিষয়টা অনেকটাই এই ফলাফলকে মূল্যায়ন করার সাথে মিলে যায় কারণ যখনই আপনি ধনীদের কে মূল্যায়ন করছেন তখনই আপনি আসলে ফলাফল কেই মূল্যায়ন করছেন বরং প্রচেষ্টাকে মূল্যায়ন করছেন না । অর্থাৎ প্রচেষ্টা অনেকেরই আছে অনেকের ছিল হয়তো ভাগ্য অনেকের ফেভার করেনি। আর যাদের সাথে ভাগ্য ভাল ব্যবহার করেছে তারা ফলাফল পেয়েছেন ভালোভাবে এবং সফল হয়েছেন । ভাল ফলাফল পেতে যেমন শুধু ভাগ্য ফেক্টর নয় তেমনি শুধু চেস্টাও যথেস্ট নয়। আমরা বলতে পারি এই দুইয়ের সমন্বয়ে কেউ হয়ত অর্থ সম্পদের মালিক হয়েছেন । কিন্তু যারা সফল হতে পারেননি তারাও কিন্তু অনেক চেষ্টা করেছেন হয়ত। এরকম অনেকেই আছেন তাদের সেই চেস্টা গুলো আমরা মনে রাখতে চাই না, আমরা সেই চেষ্টা গুলোকে মূল্যায়ন করি না ।
overcoming-2127669_1920.png

সো্সঃ Image by Elias Sch. from Pixabay


পৃথিবী এখন যেই নীতিতে চলে তা হচ্ছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট (Survival of the Fitest) অর্থাৎ আপনি ফিট হলে বা অনেকের মধ্যে সেরা হলেই আপনার পৃথিবীতে টিকে থাকা সম্ভব । আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এই নীতি । দেখতে পাই, ধনী বা প্রভাবশালী দেশগুলো অন্য দেশের উপর চাপিয়ে দেয় বিভিন্ন ধরনের বোঝা এবং সমস্যা ।

দিনে দিনে পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে যে, আপনার সাথে কেউ কথাও বলবে না যদি আপনি আপনার ফলাফল না দেখাতে পারেন । অর্থাৎ জীবনের দৌড়ে আপনি যদি ভালো কিছু দেখাতে চান অবশ্যই আপনার এটেম্পট বা চেষ্টাগুলো নয় বরং সফলতা গুলোই মানুষকে দেখাতে হবে । আর তবেই কেবল মানুষ আপনাকে মূল্যায়ন করবে বা করতে থাকবে । অন্যথায় আপনার চেষ্টাগুলো মানুষ বেমালুম ভুলে গিয়ে আপনাকে অবজ্ঞা করতে থাকবে । অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে আমরা এরকম ঘটনা দেখে থাকি হয়তো তিনি খুব ভালো খেলেন এবং তার অনেক প্রচেষ্টা থাকে একটা দলের জয় কিংবা দলকে সঙ্ঘবদ্ধ করার ব্যাপারে । দলের জয়ে বা দল গঠনে হয়ত শক্তিশালী ভূমিকা থাকে কিন্তু এই প্রচেষ্টা গুলো খুব সহজেই হারিয়ে যায় অন্যান্য কারো সফলতার ভিড়ে । অর্থাৎ আপনার হয়তোবা দ্বিতীয় অথবা তৃতীয় লেভেলের কোন কন্ট্রিবিউশন আছে দলের জয়ে কিন্তু যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তার নামটি শুধুমাত্র রেকর্ড বুকে বা ইতিহাসে লেখা থাকবে । আবার এরকম হতে পারে আপনি খুব ভালো কিছু করেও জয়ী দলের অংশ হতে পারেননি তাই পরাজিত দলের সদস্য হিসেবে আপনার নামটি ইতিহাসের পাতায় লেখা থাকবে না । আর আমরা এভাবে করেই মানুষের সাথে ট্রিট বা ব্যবহার করতে অভ্যস্ত এবং এমন্টাই করে থাকি ।

person-110305_1920.jpg
সোর্সঃ Image by Gerd Altmann from Pixabay


আসুন যারা অন্তত এই লেখাটি পড়েছি তারা মানুষের চেষ্টা কে মূল্যায়ন করতে শিখি । অবশ্যই আমরা মানুষের ফলাফলকে মূল্যায়ন করবো কিন্তু চেষ্টাকে একেবারেই ভুলে যাব না । অনেকেই হয়তো চেষ্টা করেন কিন্তু সফলতা পেতে দেরি হয় বা পান না তাই তাদেরকে আমরা যথেষ্ট মূল্যায়ন করবো । এই হোক আমাদের আজকের এই লেখা থেকে শিক্ষা । সর্বোপরি পৃথিবীতে আমরা বেঁচে থাকব না । তাই আসুন ভালো কিছু কাজ করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে মূল্যায়ন করে একটা ভালো ফলাফল ভবিষ্যতে পাওয়ার জন্য বর্তমানে কিছু কাজ করে যাই । মৃত্যুর পর পাবার আশায় কিছু অংশ এই পৃথিবীতে রেখে যাই । আমার লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।


টাইটেল ইমেজ সোর্স Image by Dung Tran from Pixabay


হাইভের বেসিক বিষয়ের উপর আমার লেখা বাংলায় কিছু পোস্টঃ

প্রয়োজনে দেখে আসতে পারেন।

আমার অভিজ্ঞতা ও নতুনদের জন্য দিকনির্দেশনা

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ১

ডেলিগেশন কি ও বিস্তারিত

ভোটিং পাওয়ার ও এর হিসাব নিকাশ

হাইভে ডাস্ট কি ও কীভাবে তা সেভ করতে পারবেন

হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) নিয়ে বিস্তারিত

আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments
Ecency