মনের খেয়ানৌকা বয়েই গেল..... একটি অধরা কাব্য।

অধরা ঐ চোখের মায়ার ছলে,
মন আমার পড়ে রয়, ব্যকুলতার এ কোন নীরব কোলাহলে,
নীল আকাশের নয়ন ছেপে,
বাদল অশ্রুজল ঝরোঝর ঝরে,
অপেক্ষার পালা থেমে থেমে যায়,
রাত কাটে, বিনীদ্র রজনী তন্দ্রায় ত্বরিয়ে যায় পড়শীর খেয়াঘাটে।

মধুর, তারপর সুধা ছড়িয়ে যাচ্ছ নিরন্তর,
বিবাগী এই আমি আপন ঘর ছাড়লাম, হয়ে দেশান্তর;
গোলাপ বালার গালে দখিন হাওয়ার দীর্ঘশ্বাস দেখা হয়ে ওঠে আমার,
জানি, তুমি হয়তো ভুলেই গেছ, তোমাকে মনে করে কেউ আজো পদ্ম লেখে,
মনের পটতলে গাছের ছায়ায় স্বপ্ন সাজায়,
নিরালায় বাঁশের বাঁশিতে বিরহের সুর বাজায়।
এ সবই তোমার দেখা হয়ে ওঠেনা।

তুমি ব্যস্ত নতুন গল্প সাজাতে, নতুন সংসার, বাবা! কত দায়িত্ব, কতকিছু আছে,
পুরানো দিনের কথা এখন মনে পড়ে না,
শিমুল গাছের তলে শৈশবের আচার চুরি,
ফেরিওয়ালার বাঁশির শব্দে,
চানাচুর কিনে দেয়া, আর তোমার খুশি,
আজ মনে পড়ে না,
বিলের পানিতে ডিঙির দাঁড় বেয়ে, শাপলা শালুক তোলা, আর রেখাপাত করে না,
জানি, বেদনার আকাশ নীলই হয়, সবসময়,
হায়রে হৃদয়, ব্যথায় যে তোর ঝরছে নিত্য রক্তধার,
অন্ত নেই তোর জীবনের এই ভাগ্য আর যন্ত্রণার।
কখনো এলোকেশীর জীবনে এসে মায়ায় জড়িয়ে গেলি,
পারবি না কখনো ভুলতে, না ভুলাতে জোর করে,
এমন জীবন সংকটে পড়ে তোর প্রদীপ ধীরে ধীরে জ্বলে এখন,
ক্লান্ত, অনেক ক্লান্ত, সায়াহ্নে এসে পড়েছে তোর জীবন চিরন্তন।

images (3).jpeg
Image
বিবাগী মন তোর, স্বপ্নগুলো ভেঙে ফেল, রঙের খেলা থেমে গেছে সে কবে,
জীবন সে তো থেমে থাকার নয়, যে ছিল সে চলে গেছে তার নিজের ভবে,
শুধু তুই পড়ে রইলি, ক্ষান্ত হয়ে আপন খেয়াঘাটে,
হুমম, জলদি ঘুরে বস, বৈঠা নে,নৌকা ইউটার্ন দিয়ে সোজা করে রাখ,
সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরতে হবে তোকে,
ভালোবাসার প্রতিদান হয় না কোনোদিন,
অন্য পাড়ার পড়শী যে ছিল, সে চলে গেছে অনেক দূরে,
মায়ার খাঁচায় পড়ে থেকে কি লাভ বল!

স্বপ্ন জলাঞ্জলি দিতে কেমন লাগে, যে দেয় সে বুঝে,
তাইতো, সুখের কথা বুঝে সুখী,
দুখের কথা বোঝে দুখী,
সিগারেটের টান দিয়ে ধোঁয়ায় উড়িয়ে, নিজের মনকে ভুলিয়ে রাখা যায় কী?

জানি না, কী করে একবারে বিলিয়ে দেয়া ভালোবাসা ফিরে আসে,
স্মৃতি, সে যে এতো সহজ নয় ভোলা, বারে বারে জলে ভাসে,
চোখের জল সে তো, চোখের কোনে শুকিয়ে যায়,
কেন জানি, ঐ অশ্রু গাল গড়ানোর সাহস পায়না ;
যে ছিল মনের ক্যানভাস জুড়ে আমারই মনের আয়না।

বুঝেছি, আমার ক্ষনিক জীবনে হেথায় চলে যাবে দ্রুত পায়ে,
খরস্রোতা সেই স্রোতাস্বনীর কথা মনে রেখে,
রাখবো তাকে আপন করে হৃদয় মাঝে।
(স্বরচিত) 👍

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center