মধ্যবিত্তের অসহায়ত্ব..........!

FB_IMG_1594979879053.jpg

আব্বু কাল তো ঈদ, জামা কিনে দিয়েছো, জুতা দিবে না?

  • ওকে চলো। কিনে দিবো কিন্তু ২৫০ টাকার বেশি দিয়ে কিনে দিতে পারবো না।

  • ঠিক আছে। ২৫০ টাকা দিয়ে কিনে দিলেই হবে।

হেঁটে হেঁটে বাবা ছেলে দোকানে যায়।

  • ওর পায়ের মাপের জুতো হবে?

  • এই দিকের গুলো থেকে পছন্দ করেন। যে কোনো সাইজ দেয়া যাবে।

  • দেখ্তো বাজান কোন টা পছন্দ হয়।

  • আব্বু ঐ যে ওইটা।

  • ভাই। ঐটা দেখান তো।

  • ওর পায়ে পরায় দেখেন।

  • আব্বু পুরা ঠিক আছে।

  • ভাই জুতাটার দাম কত?

  • কোনো দরদাম নাই, একদাম ৪০০ টাকা।

ছেলেটি বাবার মুখের দিকে তাকিয়ে বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে।

  • আব্বু এই জুতো আমার তেমন ভালো লাগে নি। চলো অন্য দোকানে যাই .......

সকল মধ্যবিত্ত পরিবারের গল্পগুলো প্রায় এক‌ই রকম হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ইচ্ছা গুলো অনেকটা খাঁচায় বন্দী পাখির মতো। খাঁচা থেকে বের হওয়ার স্বপ্ন থাকলেও স্বপ্ন পূরণের চেষ্টা করতে করতে দিন শেষ হয়ে রাত হয়ে যায়। পরিশেষে স্বপ্নগুলো খাঁচায়-ই থেকে যায়। কেউ কেউ হয়তো মুক্তি পায় কিন্তু বন্দী রয়ে যায় অনেকেই।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now