This content got low rating by people.

বাংলাদেশে গাপ্পি মাছের দাম কেমন?

20220812_003615.jpg

গাপ্পি একটি উষ্ণ আবহাওয়ার মাছ হলেও সমগ্র বিশ্বে একুরিয়াম ফিস হিসেবে অধিক জনপ্রিয় ও পরিচিত। সর্বাধিক চাহিদাসম্পন্ন এ মাছটির আদিনিবাস দক্ষিণ আমেরিকা । এরা মিষ্টি পানির মাছ।বর্তমান পৃথিবীতে গাপ্পি মাছের প্রায় ৩০০ টির মতো জাত পাওয়া যায়। তবে বাংলাদেশে গাপ্পি মাছের ২৫-৩০ টি জাত পাওয়া যায় যাদের অত্যন্ত সুন্দর তাই খুব দ্রুতই এরা একুরিয়াম মাছ প্রেমীদের মনে স্থান দখল করে নিয়েছে। এদের প্রত্যেকটি জাতের রয়েছে স্বকীয়তা যেমন প্রতিটি গাপ্পির জাতের শরীর ও লেজের আকার,আকৃতি এবং রং ভিন্ন যা এদেরকে এনে দিয়েছে তাদের প্রাপ্য স্থান।
আজকে আমরা সকল জাতের গাপ্পি মাছ চেনার উপায় ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বিভিন্ন মাছের দাম কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়।তা হলোঃ
১) মাছের বয়স
২) মাছের রং
৩) উৎপাদন হার
৪) দেশী / আমদানি করা
এসব বিষয়ের উপর ভিত্তি করে আগষ্ট মাসে গাপ্পি মাছের বাজারমূল্য কেমন তা নিয়েই আলোচনাঃ

ব্ল্যাক মস্কো গাপ্পিঃ গাপ্পি পুরুষ মাছ আকৃতিতে ৩.৪-৩.৮ সেমি হয় এবং রঙ হয় গাঢ় কালো। তবে মহিলা গাপ্পি মাছের রং হয় হালকা কালো এবং আকৃতিতে ৪.৫-৫ সেমি হয়।

দাম
বর্তমান এ ব্ল্যাক মস্কো গাপ্পি মাছের জোড়া ৪০০-৫০০ টাকায় বিক্রি হয়।

রেড টেল প্লাটিনাম গাপ্পিঃ রেড টেইল প্লাটিনাম থেকেই বোঝা যায় এই মাছের লেজ হবে লাল রঙের। এই গাপ্পি মাছের লেজসহ শরীরের কিছু অংশ লাল হয় এবং বাকী অংশ হয় প্লাটিনাম কালারের।কানকোগুলো অনেক বড় বড় হয় এবং উজ্জল রঙের। এদের পুরুষ ৪-৪.৫ সে.মি এবং মহিলা ৪-৫ সেমি হয়।

দাম
রেড টেইল প্লাটিনাম গাপ্পি মাছের পূর্ণ বয়স্ক এক জোড়া আপনি ৩৫০-৫০০ টাকায় নিতে পারবেন

এলবিনো কই গাপ্পিঃ এদের শরীরের রঙ অনেকটা লাল।তবে মাথার লালটুকু দেখতে অনেকটা ক্যাপের মতো।এদের শরীরে সাদার আবরণও থাকে।

দাম
অ্যালবিনো কই গাপ্পি মাছ এর এক জোড়ার দাম ৬০০-৮০০ টাকা

মিক্স গাপ্পিঃ মিক্স গাপ্পির চাহিদাও যেমন তেমনি এর উৎপাদনের হারও অনেক বেশী তাই এর বাজারমূল্য ২০-৩০ টাকা।

বিষয়টি আরো বিস্তারিত পড়ার জন্য ভিজিট করুনঃ https://animaliabd.com/guppy_fish_price/

ধন্যবাদ

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center