Purpose of life

জীবনযাত্রার পথ পাড়ি দিতে গিয়ে কত কষ্টের মরুভূমি চলতে হয় তার কেন ইয়ত্তা নেই, নেই কোনো দিগন্ত ৷
IMG_20200613_14303901.jpeg

দুঃখ-কষ্টের শিলা জীবনের ক্ষণেক্ষণে বর্ষিত হয়, আবার কোনো সময় হয় মহাপ্লাবন ৷
জীবন একটা চেপে রাখা কষ্ট ক্লেশের নাম ৷
কষ্টে ভরা বুকটা মাঝে মাঝে ফেঁটে যেতে চায়, ভীষণ পানির তীব্র বেগের কাছের নদীটার মতো ৷
20200727_09295101.jpeg

যন্ত্রণার ভাইরাসে আক্রান্ত হৃদপিন্ডটিকে হয়তো স্ক্যান করতে হবে, না হয় ফরমেট ৷
স্ক্যান দিলে এন্টিভাইরাস অকেজো হয়, আর জীবনটাকে ফরমেট দেয়াও বৈধ নয় ৷
IMG_20200727_151930_839.jpg

তবুও, ভাইরাস জনিত জীবনটাকে চালাতে হয় ৷
কারণ, এই জীবনের উপর নির্ভর করছে অন্যের ভাগ্য এবং জড়িয়ে আছে অন্যের জীবন ৷ এই জীবনটা একটা সেতু হিসেবে কাজ করছে সবার জন্য ৷
বিশেষ করে পারিবারিক পথচারীদের জন্য ৷
তবে, জীবনে সৃষ্টিকর্তার শরনাপন্ন হলে আর কিছুই করার দরকার পড়বে নাহ।
বরং তার দর্শনই যথেষ্ট ৷20200726_12095701.jpeg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center