Natural art step by step



Natural Art



fotor_1627062336005.jpg

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ আর্টটি তুলে ধরব।

উপকরণ যা লাগবে

★ওয়েল প্যাস্টেল।
★আর্ট পেপার।
★পেন্সিল।
★রাবার।

স্টেপ - ১

20210723_224541.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিন তারপর বর্ডার তৈরী করুন, দুইটি গাছ ও ভূমির স্ক্যাচ তৈরী করুন।

স্টেপ - ২

20210723_225206.jpg

তারপর পাথর ও ঝড়নাধারার স্ক্যাচ তৈরী করুন।

স্টেপ - ৩

20210723_225352.jpg

পেছনের দিকে ২ বা ৩ টি পাহারের স্ক্যাচ তৈরী করতে হবে।

স্টেপ - ৪

20210723_225853.jpg

ঝড়নাধারার দুই পাশের মাটিতে সবুজ রঙ করে নিতে হবে।

স্টেপ - ৫

20210723_230820.jpg

তারপর এখানে গাছের রঙ করে নিন।

স্টেপ - ৬

20210723_230742.jpg

তারপর পাথরের চতুর্পাশে বর্ডার দিন।

স্টেপ - ৭

20210723_230936.jpg

তারপর পাথরের মাঝে সাদা রঙ করে নিন।

স্টেপ - ৮

20210723_231451.jpg

গাছের তৈরী করা স্ক্যাচে পাতায় কালার করে নিন।

স্টেপ - ৯

20210723_232009.jpg

তারপর পাহাড়ে রঙ করে দিন।

স্টেপ - ১০

20210723_232832.jpg

তারপর আকাশ নিল কালার করার পর ঝড়না থেকে পানি পড়া এবং পানি যেখানে পড়তিছে সেখানে কালার করে দিন।

স্টেপ - ১১

20210723_233530.jpg

এই আপনাদের মন মত বর্ডার দিয়ে দিন। আর রঙ যদি কম মনে হয় তাহলে রঙ দিয়ে গাঢ় করে দিন।

20210723_233758 (1).jpg

এখন বন্ধুরা আমার আর্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটি সেলফি নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি।

এ ছিল আজকের আমার আজকের আর্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভাল থাকবেন আসসালামু আলাইকুম।

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram:::Hive
Email- rabbi711711@gmail.com



Thanks to all of you for reading my post!

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center