This content was muted by Hive Learners moderators for not following community guidelines.

বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা

IMG_20210722_160543.jpg
ঈদের আমেজ চলছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকার কারণেও লকডাউন শিথিল করা হয়েছে। এজন্য সবাই যে যার মত ঘুরে বেড়াচ্ছে। আমিও বা ব্যতিক্রম কিসে। দিব্যি ঘুরে বেড়াচ্ছি। গ্রামের বাড়ি আসার পর থেকে আজ এখানে তো কাল ওখানে এমন করে দিন কেটে যাচ্ছে। টাইম অনেকদিন পর গ্রামের বাড়ি আসায় বাবা মাও তেমন কিছু বলছে না। যাই হোক গ্রামে আসার পর দিনকাল ভালোই কাটছে। এমনভাবে যদি সারাটা জীবন কাটানো যেত!

আজকে সকাল সকাল মোরগের ডাক শুনে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গোসল দিলাম। গোসল শেষে রুমে আসতে দেখি বন্ধুর ফোন। বন্ধুর সঙ্গে কথা বলার সময় এসে বলল যে আজকে সবাই মিলে ঘুরে আসি। আমিও রাজী হয়ে গেলাম। এরপর সে বাইক নিয়ে আমার বাসার সামনে হাজির হল। সঙ্গে আরেকজন ছোট ভাই ও ছিল। তিনজন মিলে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে। বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। চলার পথে গ্রামীণ দৃশ্য ভালোই উপভোগ করলাম। রাস্তার পাশ দিয়ে জমি গাছগাছালি সবকিছুই খুব মনোরম ছিল। গ্রামের লোকজন খুবই কর্মঠ। নিজ নিজ কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। গ্রামীণ রাস্তাঘাট আর আগের মত নেই। রাস্তাগুলো পাকা হয়েছে। যার ফলে অল্প সময়ে ভালোই ঘোরাঘুরি করলাম। একটা বাজারে গিয়ে থেমে চা খেলাম। দোকানদারের কাছ থেকে বাজারের খোজ খবর নিলাম। তারপর আবার ঘুরে আসলাম। যে যার মত আবার নিজ নিজ বাড়ীতে চলে গেল ।

দিনটা মনে রাখার মত ছিল। অনেকদিন পর একসঙ্গে বাইকে ঘুরলাম।সব মিলিয়ে দিনটা বেশ ভালই কেটে গেল। বন্ধুত্বের এই বন্ধন অটুট থাকুক আজীবন।
received_409307697097739.jpeg

IMG_20210722_144918.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center