What's Next? I do not Know ...! || Life Talk


The rise or fall of life is a very normal thing, but can we still accept it as normal? This is not an easy question considering the situation, because the situation around us and the various problems in life throw us into a situation from which nothing can be accepted normally.
জীবনের উত্থান কিংবা পতন, খুবই সাভাবিক একটি বিষয়, কিন্তু তবুও আমরা কি এটা সাভাবিকভাবে মেনে নিতে পারি? পরিস্থিতি বিবেচনায় এটি সহজ কোন প্রশ্ন না, কারন চারপাশের অবস্থা এবং জীবনের মাঝে থাকা নানা সমস্যা আমাদের এমন পরিস্থিতির মাঝে ফেলে দেয়, যেখান থেকে কোন কিছু সাভাবিকভাবে মেনে নেয়া যায় না।
The problems of life are like a garland tied in the same thread, once the thread is torn, one after the other is worn. This example is very effective in dealing with life's problems. Then sometimes the situation throws us into despair and we utter in a calm voice, I don’t know what to expect next?
জীবনের সমস্যাগুলোকে মনে একই সুতায় গাঁথা কোন মালার মতো, একবার সুতা ছিড়ে গেলে একটার পর একটা পরতে থাকে। জীবনের সমস্যাগুলোর ক্ষেত্রে এই উদাহরণটা খুবই কার্যকরভাবে প্রমানিত। এরপর মাঝে মাঝে পরিস্থিতি আমাদের হতাশার মধ্যে ফেলে দেয় এবং আমরা শান্ত কণ্ঠে উচ্চারণ করি, পরবর্তীতে কি অপেক্ষা করছে আমি জানি না?

Thanks all for watching.

@hafizullah

222.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

text15.png


▶️ 3Speak

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center