Select a Good & Silent Recording Room (3Speak Beginner Guide-2)


বন্ধুরা,
ভালো পরিবেশ ভালো কিছু করার ক্ষেত্রে দারুনভাবে প্রভাবিত করতে পারে। যে কোন কাজের ক্ষেত্রে এই জন্য অনেকেই সবার আগে ভালো পরিবেশ নিশ্চিত করার চেস্টা করেন। কারন ভালো পরিবেশে শুধু কাজের গতি বাড়িয়ে দেয় না, বরং কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করে।

Friends,
A good environment can greatly influence you to do something good. Many people try to ensure a good environment for this in any work. Because a good environment not only speeds up the work, but also helps to get the job done smoothly.

একটু লক্ষ্য করুন আপনি যখন কোন ভালো পরিবেশে কিংবা নিরিবিলি পরিবেশে অবস্থান করেন তখন আপনার মানসিক অবস্থান কি রকম থাকে এবং যখন আপনি একটি অশান্ত পরিবেশে অবস্থান করেন তখন আপনার অবস্থান কি রকম হয়। এর এই অবস্থান থেকে আপনি সহজেই বুঝতে পারবেন নিরিবিলি পরিবেশ আমাদের কাজের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে কতোটা গুরুত্বপূর্ন।

Notice what your mental state is when you are in a good environment or in a secluded environment and what your position is when you are in a turbulent environment. From this position you can easily understand how important a secluded environment is in keeping our work focused.

যদিও ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি শান্ত এবং নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে পারেন, তবে আপনি অধিক মনোযোগ দিতে পারবেন আপনার ভিডিওটি তৈরীর সময়। আর যখন আপনি কোন কিছু তৈরীতে সঠিক মনোযোগ দিতে পারবেন, তখন আপনি বিষয়টি সুন্দরভাবে উপস্থাপনে সক্ষম হবেন। সুতরাং ভালো কিছু রেকর্ড এর ক্ষেত্রে পরিবেশ দারুণ প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়টির প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন।

While you can ensure a quiet and secluded environment when it comes to video recording, you can pay more attention when making your video. And when you pay proper attention to creating something, you will be able to present the subject beautifully. So in the case of some good records the environment can have a great impact. So we need to be careful about this.

Thanks all for watching.
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg



▶️ 3Speak

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center