Dyalysis in roja✌✌✌

প্রশ্নঃ ডায়ালাইসিস চলাকালীন সময়ে কি রোজা রাখা যাবে?
উত্তরঃ পেরিটোনিয়াল ডায়ালাইসিস চলাকালীন সময়ে রোজা রাখা যাবে না। সাধারণত সপ্তাহে তিনদিন হিমোডায়ালাইসিস করা হয়, যার ফলে শরীরে তরল লবণের পরিমাণের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এক্ষেত্রে রোজা রাখা মোটেও উচিৎ নয়। এক্ষেত্রে সুস্থ হবার পর ক্বাজা আদায় করতে হবে। আর যদি কখনো আর পরিপূর্ণ সুস্থ না হন, সে ক্ষেত্রে কাফফারা আদায় করতে হবে, যেমন একটি রোজার পরিবর্তে একজনকে তিন-বেলা খাওয়ানো।

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

রোজা রাখার ফলে উদ্ভূত কিছু সাধারণ জটিলতা প্রতিরোধ ও প্রতিকার-

রোজা এবং এসিডিটি (অম্লদাহ/বুকজ্বালা)
রোজা সাধারণত পাকস্থলীর এসিড কমায়। সেটা খাবার হজম ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। খাবারের চিন্তা করা বা গন্ধ নেওয়ার ফলে মস্তিষ্ক পাকস্থলীকে বেশি এসিড উৎপাদনের জন্য আদেশ দেয়। যারা প্রতিদিন বদহজমের জন্য ঔষধ গ্রহণ করেন যেমন এন্টাসিড, এন্টি হিস্টামিন বা প্রোটন পাম্প নিরোধক, তাদের তা চালিয়ে যাওয়ার উপদেশ দেওয়া হয়। আর খাবারের আগে তা গ্রহণ করার ভাল সময়।
অম্লদাহ এবং ঢেকুর তোলা নিয়ন্ত্রণ করাকে সাহায্য করবে তৈলজাতীয়, ভাজা-পুড়া বা বেশি ঝাল খাবার নিয়ন্ত্রণ করা বা ছেড়ে দেওয়া। ভোজ্য তৈল দিয়ে তৈরি খাবার ঢেকুর তোলা এবং পেটের প্রদাহকে কমাবে এবং বালিশ দিয়ে উঁচু হয়ে ঘুমানো দীর্ঘকালীন ওজন হ্রাস ও বুকজ্বালা প্রতিরোধে সাহায্য করবে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
2 Comments
Ecency