শাশুড়ি অ্যান্ড জামাই এর গল্প

(

source:

একদিন গোপালের বউ গোপালকে বলল, হ্যাঁগো, অনেকদিন হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে, এখনও জামাইকে আনাবার নাম করছ না, নতুন জামাইকে গিয়ে না আনলে সে কি আসবে ভেবেছ ? তুমি গিয়ে জামাইকে নিয়ে এসো।

গোপাল কিছুটা বিরক্ত হয়ে বলল, ‘যা দিনকাল পড়েছে তাতে বাড়িতে জামাই আনা কি সহজ কথা । অনেক খরচের ব্যাপার । তুমি এত ব্যাস্ত হচ্ছ কেন? সে যাব একদিন । 

কিন্তু গোপালের বউ কিছুতেই শুনবে না । জামাই এবার আনতেই হবে । তাই অগত্যা বউয়ের মুখঝামটা খাওয়ার হাত থেকে বাচার জন্য গোপাল চলল জামাই আনতে। 

পথে পথে যেতে একটা ফন্দি আঁটল গোপাল । এমন জব্দ করবে বউকে যে, বউ আর কোনদিন জামাইকে আনার কথা মুখে উচ্চারন করবে না । জামাইবাবাজিও এ মুখো হবে না ।

জামাইকে সঙ্গে নিয়ে গোপাল যথাসময়ে বাড়ি ফিরে এসেছে । বউ খুব খুশি । বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও জামাই কিন্তু ফিরে যাওয়ার নামটি করছে না । করবেই বা কেন, জামাই আদর বলে কথা । এদিকে বউকে ফরমাশ খাটতে প্রান অষ্ঠাগত। কাজকর্ম সব শিকেয় উঠেছ। 

গোপাল অতিষ্ঠ হয়ে ভাবল, বাবাজিকে এবার তাড়াতে হবে। এমন দাওয়াই দিতে হবে যে, বাবাজি পালাআবার পথ পাবে না । 

গোপালের বাড়িতে বেড় ফলন্ত। বাবাজিকে এবার তাড়াতে হবে। এমন দাওয়াই দিতে হবে যে, বাবাজি পালাবার পথ পাবে না।

গোপালের বাড়িতে বেশ ফলন্ত একটি লেবু গাছ ছিল। একদিন গোপাকে জামাকে ডেকে চুপিচুপি বলল, দেখ বাবাজি, আমি সব সময় বাড়িতে থাকি না আর ইয় সুযোগে চোর রোজ লেবু চুরি কেরে নিয়ে যায় । তুমি একটু গাছটার দিকে নজর রেখো । চোর চুরি করতে এলে তাকে কিছুতে ছারবে না ।


জামাই এই কথা শোনার পর থেকে সব সময় নজর রাখছে লেবু গাছে দিকে।

গোপাল সারাদিন বাড়িতে কাটিয়ে সন্ধ্যার দিকে তার বউকে বলল , ‘তাড়াতাড়ি ভাত দাও, রাজার বাড়ি যেতে হবে, জরুরি তল্ব এসেছে । 

বউ ভাতের থালা এগিয়ে দিতেই গোপাল বলল, ‘পেটটা তেমন ভাল যাচ্ছে না, লেবু চটকে দুটো ভাত খাব । গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে এসো তাড়াতাড়ি।

আধো-অন্ধকারে গোপালের বউ লেবু আনতে গেল।

এদিকে শুশুরের কথামতো জামাই চোর ধরার জন্য ঘাপ্টটি মেরে বসে চিল লেবু গাছের কাছে। চোর ধেরে শুশুরের কাছ থেকে বাহবা নিতেই হবে। জামাইবাবাইজি

দেখল, তাই তো, শুশুরমশি তো ঠিক কথাই বলেছেন, ওই তো চোর সারা গায়ে কাপর জড়িয়ে গুটিগটি এগিয়ে আসছে লেবু গাছের দিকে। জামাই চোরকে ধরার জন্য এগিয়ে এল। যেই না লেবুতে হাত দিয়েছে অমনি এক লাফে চোরের সামনে এসে চোরকে সমস্ত শক্তি দিয়ে  জাপটে ধরে ‘চোর চোর’ বলে চেঁচাতে লাগল।

এত জোরে জাপ্টে ধরে যে, গোপালের বউ কোনও কথা বলার সুযোই পেল না।

চেচামেচি শুনে গোপাল আলো হাতে নিয়ে সেখানে এসে যা দেখল তাতে গোপালের পক্ষে হাসি চেপে রাখা দায়। কিন্তু এই সুযোগ দুইজনকে অই অবস্থায় দেখে বলল, ছিঃ ছিঃ তলে তলে এত। এইজন্যই বুজি জামাইকে আনার এত গরজ।

কি বলবে শাশুড়ি-জামাই। লজ্জায় মাথা নিচু করে রইল। মনে মনে বলল, ‘হে ধরনী দিধা হও, শেষে কিনা এই বদনাম।

জামাই সে রাতেই পালিয়ে গেল। আর বলা বাহুল্য, এরপর আর কোনওদিনই জামাই আনার কথা মুখেও আনত না বউ।


H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center