ড্রয়ের ফাঁদে নেইমারের ব্রাজিল

তাহলে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোই ব্যতিক্রম! যে তিন মহাতারকার দিয়ে চেয়ে আছে কোটি কোটি চোখ, তাদের মধ্য থেকে কেবল রোনালদোই চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়েছেন। পরের রাতে পেনাল্টি মিস করা লিওনেল মেসির পায়ে ছিল না তার চিরচেনা জাদু। আর রোববার রাতে বিবর্ণ চেহারায় দেখা গেল ব্রাজিল প্রাণভোমরা নেইমারকে। এতে মেসির আর্জেন্টিনার মতো ড্রয়ের ফাঁদে আটকে গেল নেইমারের ব্রাজিলও। রাশিয়া বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

২০১০ বিশ্বকাপে এই সুইজারল্যান্ডেই ধরাশায়ী হয়েছিল চ্যাম্পিয়নের মুকুট জেতা স্পেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-০ গোলে লা রোজাদের হারিয়ে দিয়েছিল সুইসরা। এবার জার্দান শাকিরি-স্টিভেন জুবারদের বাধায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে যেন ব্রাজিলের বিপক্ষে নিজেদের পেছনের রেকর্ড ধরে রাখার মিশন নিয়েই মাঠে নেমেছিল সুইজারল্যান্ড। বিশ্বকাপে এরআগে একবারই ব্রাজিলের মুখোমুখি হয়েছে সুইসরা। ১৯৫০ বিশ্বকাপের সেই ম্যাচেও ব্রাজিলকে ২-২ গোলে রুখে দেয় তারা।

ম্যাচের শুরু থেকে ধুন্ধুমার লড়াই দেখা যায়নি। শুরুতে থেকে থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই সেভাবে গোলের সম্ভাবনা তৈরি করতে পারছিল না। রোস্তভ এরিনাতে গতিময় ফুটবলের দেখাও মিলছিল না। ২০ মিনিটে গিয়ে সেই গতি ফিরিয়ে আনেন ফিলিপে কোটিনহো। ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলের এই উইঙ্গার। প্রথমার্ধে আর গোলের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center